Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

stock market

Stock Market : মোদী প্রধানমন্ত্রী হতেই হুড়মুড়িয়ে বেড়েছে এই সব শেয়ার

গত ১০ বছরে একাধিক উন্নয়নের সাক্ষী রয়েছে দেশ। তবে শুধু শিল্প বা পরিকাঠামোই নয়, শেয়ার বাজারেরও হাল ফিরেছে প্রধানমন্ত্রী মোদীর আমলে। শুধুমাত্র দেশেরই নয়, বিদেশি প্রচুর বিনিয়োগ এসেছে এই বিগত ৯ বছরে। এই শেয়ারগুলি দারুণ রিটার্নও দিয়েছে। বিগত ৯ বছরে এমন ৪৪টি স্টক রয়েছে, যা ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। যেমন, বাজাজ ফিন্যান্সের স্টকগুলি বিগত ৯ বছরে ৩২৮০ শতাংশ রিটার্ন দিয়েছে। বাজাজ ফিনসার্ভের স্টকগুলি ১৫১৩ শতাংশ রিটার্ন দিয়েছে। ক্লাউড সলিউশন প্ল্যাটফর্ম টানলার স্টক বিগত ৯ বছরে ১১৩২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০১৪ সালে যে স্টকের মূল্য ছিল মাত্র ৬ টাকা, তা ২০২৩ সালে তিন অঙ্কে পৌঁছেছে।

Mayuri Datta | 11:46 AM, Sat Jan 27, 2024

Stock Market : হংকং-কে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার হল ভারত

মঙ্গলবারে শেয়ার বাজার খুলতেই বইল খুশির হাওয়া। হংকং-কে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটে পরিণত হল ভারত। এই প্রথম ভারতীয় স্টক বাজার এই উচ্চতায় পৌঁছল। দক্ষিণ এশিয়ার দেশ হিসাবেও নয়া উচ্চতা স্পর্শ করল ভারত। সোমবার যখন বাজার বন্ধ হয়েছিল, সেই সময় ভারতের স্টক এক্সচেঞ্জের মোট শেয়ার মূল্য ছিল ৪.৩৩ লক্ষ কোটি ডলার। সেখানেই হংকংয়ের স্টক এক্সচেঞ্জ মার্কেটের শেয়ার মূল্য ছিল ৪.২৯ ট্রিলিয়ন বা লক্ষ কোটি ডলার। এরপরই বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার মার্কেটে পরিণত হয় ভারত।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই প্রথমবার ভারতের স্টক মার্কেটের মূলধন ৪ ট্রিলিয়ন বা ৪ লক্ষ কোটি ডলার পার করেছিল। মাত্র ৪ বছরেই এই মূলধনের অর্ধেক অংশ আয় হয়েছে। মূলত শেয়ার বাজারে বিনিয়োগ বৃদ্ধি ও কর্পোরেট উপার্জনের কারণেই ইকুয়িটি বাড়ছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, গত কয়েক বছর ধরে ভারতের সাধারণ মানুষের শেয়ার মার্কেটে বিনিয়োগের আগ্রহ বেড়েছে। আর ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশ হওয়ায় বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য ভারত একটি ভাল জায়গা হয়ে উঠেছে। আর তার ঠিক উল্টো ছবি ধরা পড়ছে হংকংয়ে। সেখানে শেয়ার মার্কেটে বিনিয়োগের আগ্রহ কমছে দেশবাসীর। তার জেরেই মুখ থুবড়ে পড়ছে শেয়ার মার্কেট। 

Maitreyi Mukherjee | 11:00 AM, Tue Jan 23, 2024
upload
upload