Wednesday, April 02, 2025

Logo
Loading...
upload upload upload

tea garden

Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ


দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল একটি চিতাবাঘ। বুধবার সাত সকালে চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙে চা শ্রমিক মহল্লার। বুধবার ধরা পড়া চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন বনকর্মীরা। তবে এলাকাবাসীর অনুমান, এখনও অনেক চিতা বাঘ রয়েছে ওই চা বাগানে।‌ সম্প্রতি চিতাবাঘের আক্রমণের দলগাঁও চা বাগানে এক মহিলার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। এই ঘটনার পর বনদপ্তরের তরফে এলাকায় খাঁচা বসানো হয়। সেই খাঁচায় বুধবার বন্দি হল চিতাবাঘ।

Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
upload
upload