Friday, April 04, 2025

Logo
Loading...
upload upload upload

united states

Donald Trump : ফের বড় জয় ট্রাম্পের, ছিনিয়ে নিতে পারেন বাইডেনের গদি!

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কি জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছে? সেই সম্ভাবনা উসকে দিয়ে নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতে জয় পেলেন ট্রাম্প। অন্যদিকে এই আসনে কোনও প্রচার না করেই জিতে গেলেন বাইডেনও। ফলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই প্রার্থীর মধ্যে লড়াই জমতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে আইওয়া আসনেও জয় পেয়েছিলেন ট্রাম্প। এদিনও জয়ী তিনি। তাঁর জয়ে আর এক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি পিছিয়ে পড়লেন দৌড়ে। তাঁর প্রাপ্ত ভোট ৪৬.৬ শতাংশ। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৫২.৩ শতাংশ ভোট। ২০১৬ সালে হিলারি ক্লিন্টন ও ২০২০ সালে জো বাইডেনকে এই আসনে হারিয়ে দিয়েছিলেন ট্রাম্প।

Mayuri Datta | 12:34 PM, Wed Jan 24, 2024
upload
upload