Tuesday, October 22, 2024

Logo
Loading...
upload upload upload

west bengal weather

Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা 

মাঘ মাস এখনও পর্যন্ত শেষ হয়নি। আর তার আগেই কলকাতা (Kolkata) থেকে উধাও শীত। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে শীতের বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে? আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা (South Bengal Weather) কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টির (Kolkata Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

এরই মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog)। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এভাবেই শীত বিদায় নেবে রাজ্য থেকে। তবে তাপমাত্রা আর সেভাবে কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় শীতের দাপট অনেকটাই কমেছে। উত্তুরে হাওয়া এখন পথভ্রষ্ট। কনকনে শীতের সময়ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কয়েকবার বৃষ্টির দেখা পাওয়া গিয়েছিল বঙ্গে। আর এর জেরে শীতের বিদায় লগ্নে আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়বে রাজ্যে। তার সঙ্গে বাড়বে অস্বস্তিও। যার হাত থেকে এই মুহূর্তে আর কোনও রেহাই পাওয়া যাবে না।

Maitreyi Mukherjee | 10:57 AM, Mon Feb 05, 2024

Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাঁকিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। বাড়ছে গরম। বৃষ্টির দুর্যোগ কেটে গিয়েছে। মেঘের ঘনঘটাও কিছুটা কেটেছে। এখন থেকে কিছুদিন আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত মনোরমই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এবার আবহাওয়ার উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে শীত ফেরার আর বিশেষ কোনও সম্ভাবনা নেই। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। এ বছর শীতকে বিদায় জানানোর পালা যে ঘনিয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে।

গত তিন দিন ধরে একেবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদের দেখাই মেলেনি। বেলার দিকে কিছুক্ষণের জন্য রোদের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কার্যত রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলেছিল গত কয়েকদিন ধরে। এদিকে আজ সকাল থেকে বৃষ্টির দাপট কমলেও দেখা মেলে ঘন কুয়াশার। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। কলকাতায় তার প্রভাব পড়ে বিমান চলাচলের উপর। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমতে শুরু করে। পরিষ্কার হয় আকাশ। রোদেরও দেখা মেলে।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়েছিল। তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। এবার ধীরে ধীরে সেটা কেটে যাবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তখন কিছুটা হলেও পারদ নামবে। অর্থাৎ শেষের শীতটা উপভোগ করতে পারবেন শহরবাসী।

এদিকে এই বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

Maitreyi Mukherjee | 13:32 PM, Sat Feb 03, 2024

West Bengal Weather :  বৃষ্টির দাপটে শীত উধাও বঙ্গে, সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা

বঙ্গ থেকে কার্যত উধাও শীত (Winter)। হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে তাপমাত্রা। এদিকে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতেও বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Winter Weather) সব জেলায়। তবে শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

কলকাতার আবহাওয়া
কয়েকদিন আগেও কনকনে ঠান্ডার অনুভূতি ছিল কলকাতায় (Kolkata Winter)। কিন্তু, হঠাৎই চলতি সপ্তাহ থেকে শীতের দেখা পাওয়া যাচ্ছে না তিলোত্তমায় (Kolkata Rain)। বৃষ্টির ফলে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার হলেও বঙ্গে আর নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। এর ফলে ধরে নেওয়া যেতেই পারে যে তাহলে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত। এদিকে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়ায়। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, (Darjeeling Weather) কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শনিবার থেকে তাপমাত্রা পরিবর্তন হলেও, দার্জিলিংয়ে (North Bengal Winter Weather) আগামী পাঁচদিন বৃষ্টি বজায় থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

রাজ্যে বৃষ্টির পরিস্থিতি কেন?
একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। তার জেরেই রাজ্যের সর্বত্রই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। কিন্তু, শীতের আর দেখা পাওয়া যাবে না। তার জেরে মন খারাপ বঙ্গবাসীর। 

Maitreyi Mukherjee | 11:45 AM, Fri Feb 02, 2024
upload
upload