Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

yadav

Lalu Prasad Yadav : ইডি দফতরে হাজিরা লালু প্রসাদ যাদবের

সাত সকালে ইডি অফিসে হাজিরা দিলেন বিহারের আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। জমির বদলে চাকরি দেওয়ার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। এদিকে লালু হাজিরা দেওয়ার পরই ইডি দফতরের বাইরে জমায়েত করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক রাজেডি কর্মী। উল্লেখ্য, এর আগেও এই মামলায় হাজিরা দিয়েছিলেন লালু। এছাড়া এই একই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়েকে তলব করেছে ইডি। ৯ ফেব্রুয়ারি তাঁদের পাটনায় ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

Mayuri Datta | 11:39 AM, Mon Jan 29, 2024

Akhilesh Yadav : কংগ্রেস কে আসন ছাড়া নিয়ে মুখ খুললেন অখিলেশ, অস্বস্তি ইন্ডিয়া জোটে

বিরোধীদের ইন্ডিয়ো জোটের জট ক্রমেই বাড়ছে। নীতিশ জল্পনার মধ্যেই এবার উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ঘোষণা করল তাঁরা কংগ্রেসকে লোকসভা নির্বাচনে ১১ টি আসন ছাড়বে। যদিও সূত্রের খবর, অখিলেশের এই প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস শিবির।  সম্প্রতি, ইউপিতে ইন্ডিয়া ব্লকের অধীনে এসপি এবং আরএলডি-র জোট হয়েছে। ইউপিতে ৭টি আসনে নির্বাচনে লড়বে আরএলডি। এখন এসপি প্রধান অখিলেশ যাদব আসন নিয়ে একটি বড় ঘোষণা করেছেন। প্রসঙ্গত, অখিলেশ যাদবের এই ঘোষণা সেই সময় হল যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পাঞ্জাবে আপ কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে। জোটের রাজনীতির হাওয়া কোন দিকে বইবে সে তো সময়ই বলবে।

Mayuri Datta | 14:46 PM, Sat Jan 27, 2024

Lalu Prasad Yadav: লালু প্রসাদকে ইডির সমন, জিজ্ঞাসাবাদ করা হবে পুত্র তেজস্বীকেও

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । লালু প্রসাদের পাশাপাশি আরজেডি প্রাধানের পুত্র তেজস্বী যাদবকেও সমন পাঠানো হয়।  জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি মামলায় স্বপুত্র লালু প্রসাদ যাদবকে ইডির তরফে সমন পাঠানো হয়। শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। পাটনায় ইডির যে অফিস রয়েছে, সেখানে হাজির হলেই লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

Mayuri Datta | 10:15 AM, Sat Jan 20, 2024
upload
upload