Saturday, November 23, 2024

Logo
Loading...
google-add
PM Modi lands in Paris for an official two-day visit

বাস্তিল দিবসে বিশেষ অতিথি প্রধানমন্ত্রী, 'মোদী, মোদী...' রব প্যারিসে!

| 17:50 PM, Thu Jul 13, 2023

কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে বিদেশনীতিতে বরাবরই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে এক আলাদা স্থানে পৌঁছে দিয়েছেন তিনি। আর এবার ফ্রান্সের সঙ্গে সম্পর্ক মজবুত করতে দু'দিনের প্যারিস সফরে গেলেন মোদী। বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে বিমানে ফ্রান্সে পাড়ি দেন। বিকেল ৪টে নাগাদ পৌঁছন প্যারিসের ওরলি বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।  


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণেই দু'দিনের জন্য প্যারিসে গিয়েছেন মোদী। বাস্তিল দিবসের উদযাপন উপলক্ষে শুক্রবার প্যারিসের রাস্তায় জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। এই কুচকাওয়াজে অংশ নেবে ভারতীয় ফৌজের তিন বাহিনীর মোট ২৬৯ জন। পাশাপাশি প্যারিসের ফ্লাই পাস্টে অংশ নেবে ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল ফাইটার জেট। 


ফ্রান্সে পাড়ি দেওয়ার আগে মোদী জানান, এই সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, সিভিল নিউক্লিয়ার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সফর দুই দেশের মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়া ফ্রান্স সফরেই ২৬টি মেরিন রাফাল কেনার বিষয়ে সমঝোতাপত্র সই হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি চূড়ান্ত হতে পারে ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে স্করপেন সাবমেরিন তৈরির সমঝোতাও। দু'দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। ল্যুভর জাদুঘর ঘুরে দেখবেন তিনি। 

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

বাংলা লাইভ টিভি

google-add

ভাইরাল ভিডিও

google-add

ধর্ম

google-add
google-add
google-add

youth

google-add
google-add