Tuesday, December 03, 2024

Logo
Loading...
google-add

PM Modi In Dubai : 'আব কি বার মোদী সরকার', দুবাইয়েও নমো ম্যাজিক

Maitreyi Mukherjee | 10:01 AM, Fri Dec 01, 2023

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিশাহীর স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান।

সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় গভীরভাবে অনুপ্রাণিত। তাঁদের সমর্থন এবং উৎসাহ আমাদের প্রাণবন্ত সংস্কৃতি ও শক্তিশালী বন্ধনের প্রমাণ।"

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দুবাইয়ে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য দুবাইয়ের একটি হোটেলের বাইরে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী সেই হোটেলে পৌঁছতেই প্রবাসী ভারতীয়রা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়রা 'অবকি বার মোদী সরকার' এবং 'বন্দে মাতরম' স্লোগান তুলতে থাকেন। শোনা যা 'মোদী, মোদী' স্লোগানও।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'কপ-২৮' শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা। তাঁর ভাষণ দেওয়ার কথা 'ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট'-এর উদ্বোধনী অধিবেশনেও। পাসশাপাশি তিনটি উচ্চস্তরের অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে দু'টি অনুষ্ঠানের আয়োজক ভারত। 'কপ-২৮' সম্মেলনে মোদীর মতো প্রথম সারির নেতা ছাড়াও উপস্থিত থাকবেন ২০০টি দেশের প্রতিনিধিরা।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

বাংলা লাইভ টিভি

google-add

ভাইরাল ভিডিও

google-add

ধর্ম

google-add
google-add
google-add

youth

google-add
google-add