Tuesday, December 03, 2024

Logo
Loading...
google-add

Modi Meloni Selfie: মোদীর সঙ্গে সেলফি ইতালির প্রধানমন্ত্রী মোলেনির, নাম দিলেন ‘মেলোডি’

Maitreyi Mukherjee | 11:30 AM, Sat Dec 02, 2023

সিওপি ২৮ সামিটে যোদ দিতে সদ্য দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও সেখানে একাধিক দেশের নেতা মন্ত্রীরা ছিলেন উপস্থিত। এদিকে, সেই সামিটের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি নেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবিটি তিনি ইনস্টাগ্রামে দিয়ে হ্যাশট্যাগে লেখেন ‘মেলোডি’। মোদী ও মেলোডি শব্দ সংযুক্ত করে এমন নামকরণ ঘিরে বেশ হইচই নেটপাড়ায়।

মেলোনির ইনস্টাগ্রাম পোস্টে মোদীর সঙ্গে তাঁর ছবি ভাইরাল হতে শুরু করেছে। অন্যদিকে, মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সিওপি ২৮ সামিটের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হল। মজবুত ভবিষ্যৎ ও সমৃদ্ধি পেতে ইতালি ও ভারতের যৌথ উদ্যোগে আমি বিশ্বাস করি।’ এদিকে, মোলোনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মোদীর সঙ্গে তোলা সেলফিটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘সিওপি ২৮ এ ভালো বন্ধুরা # মেলোডি।’

বেশ কিছুদিন আগে জর্জিয়া মেলোনি মার্চে ভারতে এসেছিলেন। সেবার অষ্টম রাইসিনা ডায়লদ-এর মুখ্য অতিথি হিসাবে মেলোনিকে আমন্ত্রণ করা হয়েছিল। সেবার হায়দরাবাদ হাউসে ইতালি ও ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি আলোচনায় বসেছিলেন। এরপর দুবাইতে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর, তাঁদের সেলফির ছবি সোশ্যাল মিডিয়ায় আসে। আর তা মুহূর্তে ভাইরাল হয়।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

বাংলা লাইভ টিভি

google-add

ভাইরাল ভিডিও

google-add

ধর্ম

google-add
google-add
google-add

youth

google-add
google-add