Stock Market : মোদী প্রধানমন্ত্রী হতেই হুড়মুড়িয়ে বেড়েছে এই সব শেয়ার
Jio Subscriber : জিও গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা, সুবিধা পেতে পারেন আপনিও
অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৩ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Stock Market : মোদী প্রধানমন্ত্রী হতেই হুড়মুড়িয়ে বেড়েছে এই সব শেয়ার
গত ১০ বছরে একাধিক উন্নয়নের সাক্ষী রয়েছে দেশ। তবে শুধু শিল্প বা পরিকাঠামোই নয়, শেয়ার বাজারেরও হাল ফিরেছে প্রধানমন্ত্রী মোদীর আমলে। শুধুমাত্র দেশেরই নয়, বিদেশি প্রচুর বিনিয়োগ এসেছে এই বিগত ৯ বছরে। এই শেয়ারগুলি দারুণ রিটার্নও দিয়েছে। বিগত ৯ বছরে এমন ৪৪টি স্টক রয়েছে, যা ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। যেমন, বাজাজ ফিন্যান্সের স্টকগুলি বিগত ৯ বছরে ৩২৮০ শতাংশ রিটার্ন দিয়েছে। বাজাজ ফিনসার্ভের স্টকগুলি ১৫১৩ শতাংশ রিটার্ন দিয়েছে। ক্লাউড সলিউশন প্ল্যাটফর্ম টানলার স্টক বিগত ৯ বছরে ১১৩২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০১৪ সালে যে স্টকের মূল্য ছিল মাত্র ৬ টাকা, তা ২০২৩ সালে তিন অঙ্কে পৌঁছেছে।
Trending Tag