Mukul Roy : শরীর ভালো নেই, ইডি-র ডাকে দিল্লি যাবেন না মুকুল রায় !
Amit Shah : ফের বঙ্গে আসবেন অমিত শাহ, যাবেন মায়াপুরে
Dev Ghatal MP TMC : দেবের মন্তব্য ঘিরে অস্বস্তি দলের অন্দরে !
Amit Shah Bengal Tour : ফেব্রুয়ারিতেই বঙ্গে আসছেন শাহ! সঙ্গে থাকতে পারেন নাড্ডা
Rahul Gandhi: মালদায় ঢুকতেই কাঁচ ভাঙল রাহুলের গাড়ির, অভিযুক্তে কে উঠছে প্রশ্ন
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি: নাড্ডা
দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুজো দেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা সহ আরও রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, 'এই দক্ষিণেশ্বরের মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব ভারতবর্ষ তথা বিশ্বে অপরিসীম। এখানে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ ও নেতাজির মতন ব্যক্তিত্বরা এসেছেন। ১৮৭১ সালে স্থাপিত, এই মন্দিরের গুরুত্ব অপরিসীম. আমি এখানে এসে ধন্য হয়েছি। মা ভবতারণণীর কাছে আশীর্বাদ নিয়ে আমার দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে বিশ্বের দরবারে আরও, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ভারতবর্ষের আধ্যাত্মিকতাকেও বিশ্বের কাছে তুলে ধরতে চাই।'
দক্ষিণেশ্বর মন্দিরের সম্পাদক কুশল চৌধুরী বলেন, 'জগত প্রকাশ নাড্ডাজি আমাদের মন্দিরে এসেছেন। দেবালয়ে এসে যেভাবে মাকে শ্রদ্ধা জানাবার কথা তিনি সেভাবেই শ্রদ্ধা জানিয়েছেন। মা'র একটি শাড়ি তার হাতে আমরা তুলে দিয়েছি। তিনি যেন এটা সংরক্ষিত রাখেন এবং মন্দিরে শ্রদ্ধা জানিয়ে তিনি তার শ্রদ্ধা ব্যক্ত করেছেন। এই মন্দিরের স্বাধীনতা তথা ভারতবর্ষ গঠনের ভূমিকা রয়েছে।'
Trending Tag