Mukul Roy : শরীর ভালো নেই, ইডি-র ডাকে দিল্লি যাবেন না মুকুল রায় !
Amit Shah : ফের বঙ্গে আসবেন অমিত শাহ, যাবেন মায়াপুরে
Dev Ghatal MP TMC : দেবের মন্তব্য ঘিরে অস্বস্তি দলের অন্দরে !
Amit Shah Bengal Tour : ফেব্রুয়ারিতেই বঙ্গে আসছেন শাহ! সঙ্গে থাকতে পারেন নাড্ডা
Rahul Gandhi: মালদায় ঢুকতেই কাঁচ ভাঙল রাহুলের গাড়ির, অভিযুক্তে কে উঠছে প্রশ্ন
Jyotipriya Mallick: এসএসকেএমে জ্যোতিপ্রিয়, কেবিনের বাইরে বসছে সিসিটিভি
এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা যেখানে চলছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ। গতকাল আদালতে ইডি জানিয়েছিল, 'জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী ব্যক্তি, হাসপাতালে কারা আসছেন দেখা করতে, তার উপর কোনও নিয়ন্ত্রণ নেই।' সেই মতো প্রেসিডেন্সি জেলের তরফে এসএসকেএমে ক্যামেরা লাগাতে এল কলকাতা পুলিশের টিম।
ইডি-র আর্জির ভিত্তিতে, রেশন দুর্নীতি মামলায় ধৃত ও বর্তমানে SSKM-এ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেইমতো পুলিশের সঙ্গে কথা বলে শুক্রবার SSKM হাসপাতালে সিসি ক্যামেরা বসাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
এখন SSKM-এর কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের দাবি, ঠিক তার বাইরেই প্রথম ক্যামেরাটি ইনস্টল করা হয়েছে। এছাড়াও সেখানে পাহারায় রয়েছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে ইডির আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের মতোই প্রভাবশালী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। জেল থেকে তাঁকে SSKM-এর ICCU-তে পাঠানো হয়। সেখানে তিনি কার সঙ্গে দেখা করছেন? তাঁর কী হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এরপরেই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারক।
Trending Tag