Vivek Taneja : রেস্তরাঁয় খেতে যাওয়াই কাল! ওয়াশিংটনে মৃত্যু ১ ভারতীয় বংশোদ্ভুতর
আমেরিকায় ফের মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভুতর। মৃতের নাম বিবেক তানেজা (৪১)। ভার্জিনিয়ার বাসিন্দা তিনি। ওয়াশিংটনের একটি রেস্তরাঁর বাইরে দু'জন জাপানি বোনের ঝামেলার মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। সেই ঘটনার পরই রেস্তরাঁর বাইরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। পুলিশ সূত্রে খবর, ঝামেলা চলাকালীন এক আততায়ী তাঁকে ঠেলে মাটিতে ফেলে দেন। ফুটপাথে তাঁর মাথা ঠুকে দেন।
বিবেক ভারতীয় সময় অনুসারে, রাত ২টো নাগাদ রেস্তরাঁ থেকে বের হন। ঠিক সেই সময়ে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার মাঝে পড়ে গিয়েছিলেন বিবেক। তখনই তাঁর উপর হামলা চালায় অভিযুক্তরা। তাঁর মাথায় আঘাত করা হয়। আঘাতের চোটে জ্ঞান হারান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের খোঁজ দিলে পুলিশের তরফে ২৫ হাজার ডলার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
কে এই বিবেক তানেজা?
বিবেক তানেজা ছিলেন ডায়নামো টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি। ৪১ বছর বয়সি এই ব্যক্তি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়াতে থাকতেন। ভার্জিনিয়ার জর্জ মেসন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি। তাঁর স্ত্রী এবং এক মেয়ে আছে। প্রসঙ্গত, এর আগেও ভারতীয়দের উপর হামলা চালানোর ঘটনা সামনে এসেছিল। সৈয়দ মাজাহির আলি নামে এক ভারতীয় ছাত্রকে মেরে নাক, মুখ ফাটিয়ে দেয় শিকাগোর একদল দুষ্কৃতি।
এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই সপ্তাহে পারডু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয়-আমেরিকান সমীর কামাথ নামে এক ছাত্রর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি নিজেই নিজের মাথায় গুলি করে আত্মাহত্যা করেছেন। ওই কলেজেরই আরেক পড়ুয়া নীল আচার্যকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে মৃত অবস্থায় পাওয়া যায়, জানা গিয়েছে তাঁর মা ঘণ্টা দেড়েক আগেই তাঁর নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিলেন।
গত ১৬ জানুয়ারি হরিয়ানার ২৫ বছর বয়সি ছাত্র বিবেক সাইনিকে জর্জিয়ার লিথোনিয়ায় একজন গৃহহীন ব্যক্তি কুপিয়ে হত্যা করেছিল। আকুল ধাওয়ান নামে আরও এক ভারতীয় ছাত্রকে গত জানুয়ারিতে ইলিনয় ইউনিভার্সিটি অফ আরবানা-চ্যাম্পেইনের বাইরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আশ্বস্ত করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ছাত্রদের জন্য যে নিরাপদ গন্তব্য তা নিশ্চিত করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।"
Trending Tag
Donald Trump : ফের বড় জয় ট্রাম্পের, ছিনিয়ে নিতে পারেন বাইডেনের গদি!
Vivek Taneja : রেস্তরাঁয় খেতে যাওয়াই কাল! ওয়াশিংটনে মৃত্যু ১ ভারতীয় বংশোদ্ভুতর