Arvind Kejriwal : গ্রেফতারির ভয়ে 'জুজু' কেজরিওয়াল! ফের ইডির হাজিরা এড়ালেন মুখ্যমন্ত্রী
এনিয়ে মোট পাঁচবার। আবগারি নীতি দুর্নীতি মামলা ফের হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister)। আজ তাঁকে দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। কিন্তু, বাকি চারবারের মতো এবারও হাজিরা এড়িয়ে গেলেন তিনি। আজ দিল্লিতে (Delhi) ইডির সদর দফতরেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এবারও বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গেলেন।
এর আগে ১৯ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তখনও তা এড়িয়ে যান তিনি। বরং হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দেন আপ সুপ্রিমো। তিনি জানিয়েছিলেন, ইডি যে সমন জারি করেছে তা অবৈধ। আর তা শুধুমাত্র তাঁকে গ্রেফতার করার জন্যই জারি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) এর আগে ২ নভেম্বর, ২১ ডিসেম্বর ও ৩ জানুয়ারি কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, কোনও বারই তিনি হাজিরা দেননি। যদিও ইডির এই সমনকে কটাক্ষ করতে ছাড়েনি আম আদমি পার্টি। দলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi Chief Minister Arvind Kejriwal) গ্রেফতার করে দিল্লি সরকারকে সমস্যায় ফেলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য। আমরা এটা কখনওই হতে দেব না।
এই মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন আপের তিন নেতা মণীশ সিসোধিয়া, সঞ্জয় সিং ও সত্যোন্দ্র জৈন। প্রসঙ্গত, ২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। কিছু সংখ্যক ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই নীতি তৈরি করা হয়েছিল। এর বিনিময়ে সরকার ১০০ কোটি টাকাও পেয়েছিল বলে অভিযোগ। সেই আবগারি নীতি দুর্নীতি মামলাতেই আপের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে তিনজন নেতাকে গ্রেফতারের পর থেকেই আর ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না কেজরিওয়াল। রাজনৈতিক মহলের একাংশের মতে, ইডির ভয়ে রীতিমতো জুজু হয়ে রয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে যদি কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় তাহলে সমস্যায় পড়তে পারে দল। সেই গ্রেফতারির ভয়েতেই তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে অনুমান করা হচ্ছে। এনিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। বারবার হাজিরা এড়ানোয় এবার কেজরিবালের বিরুদ্ধে আদালতে যেতে পারে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।
Trending Tag