Friday, November 22, 2024

Logo
Loading...
upload upload upload

Modi In UAE : আবুধাবিতে প্রথম মন্দির উদ্বোধন মোদীর, গাইলেন অযোধ্যার জয়গানও 

Maitreyi Mukherjee | 10:58 AM, Thu Feb 15, 2024

লোকসভা নির্বাচনের (Loksabha Election) ঠিক আগেই উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhay) রাম মন্দির উদ্বোধন করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এখনও পর্যন্ত সেই মন্দির নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। আর তার মধ্যেই এবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরশাহীতে মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আবু ধাবিতে বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি।



তবে শুধুমাত্র মন্দির উদ্বোধন করেই প্রধানমন্ত্রী থেমে থাকেননি। মুসলিম দেশটিতে দাঁড়িয়েই অযোধ্যার জয়গান গান। তিনি বলেন, “আবুধাবির আনন্দের ঢেউ অযোধ্যায় অপরিসীম আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমিই প্রথমে অযোধ্যার রাম মন্দিরের সাক্ষী হয়েছি এবং তারপর আবু ধাবির এই মন্দিরেরও সাক্ষী হলাম।” আবু ধাবিতে দাঁড়িয়ে হিন্দুত্বের এজেন্ডা নিয়েই মুসলিম বিশ্বকে সৌহার্দ্যের বার্তা দেন মোদী।



২৭ একর জমিতে অবস্থিত মন্দিরটি নির্মাণে খরচ পড়েছে ৭০০ কোটি টাকা। ২০১৯ সালের এপ্রিল মাসে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সেই বছরের ডিসেম্বর থেকেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়। গত বছর ডিসেম্বর মাসে অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BPS) মন্দির উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয় মোদীকে। সেই মতো বুধবার তিনি মন্দিরের উদ্বোধন করেন।



মন্দির উদ্বোধনের সময় মোদী বলেন, "আমার কাছে বিএপিএস মন্দির ভারতের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিফলন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আপনাদের দূরদৃষ্টি। আপনাদের সমর্থন ছাড়া এটা হওয়াই সম্ভব ছিল না। আমাদের প্রথম বৈঠকের দিনই আমি একটা সাধারণ অনুরোধ করেছিলাম যদি এই বিষয়ে কিছু করা যায়। এবং আপনারা তাতেই এমন সিদ্ধান্ত নেন। আমাকে বলা হয়েছিল যেখানেই আপনার আঙুল রাখবেন সেটাই আপনার হবে।"



তিনি আরও বলেন, "বহু বছরের একটা স্বপ্ন পূরণ হয়েছে। সমগ্র ভারত তথা প্রত্যেক ভারতীয় এখনও ভালবাসার সেই অনুভূতিতে নিমজ্জিত। আমার বন্ধু ব্রহ্মবিহারী স্বামী বলেছিলেন আমি নাকি সবথেকে বড় পুজারি। তবে মন্দিরের পুজারি হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা আমার আছে কিনা জানি না। কিন্তু, ভারতের পুজারি হতে পেরে আমি গর্বিত বোধ করি।" মোদী যোগ করেন, এটা কেবল ভারতের ‘অমৃত কাল’ নয়, দেশের বিশ্বাস ও সংস্কৃতিরও ‘অমৃত কাল’।

upload
upload