Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Ram Statue : ১৪ ফুটের রাম মূর্তি বসল কালনায়

Maitreyi Mukherjee | 17:31 PM, Mon Jan 22, 2024

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতেও রামের মূর্তি প্রতিষ্ঠা হল। এই মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন রামভক্ত সমীর দাস। ২২ জানুয়ারি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় বেদি বানিয়ে পুজোর আয়োজন করা হয়। পুজো অর্চনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রামলালার এই মূর্তি। দেড় মাস আগে কালনার বাসিন্দা সমীর দাস, কালনা চড়কতলা এলাকার শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির জন্য বরাত দেন। আরও কয়েকজন শিল্পীকে নিয়ে এই কাজ শুরু করেন জগৎ মণ্ডল। শিল্পীর কথায়, ১৪ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন, আর সেই কারণেই ১৪ ফুটের এই রামমূর্তি তৈরি। অযোধ্যার পাশাপাশি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকাতে এই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়।

সূত্রের খবর, মূর্তি তৈরিতে খরচ হয়েছে দেড় লাখ টাকা। এই মূর্তি পুজোর আনন্দে সোমবার সকাল থেকেই মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সমীর দাস এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেই জানান তিনি। নিজের শখ ছিল একটি সুদৃশ্য মূর্তি বানিয়ে রাম পুজোর করার। সেই স্বপ্ন পূর্ণ হল বলে জানান সমীর।

অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উন্মাদনা তুঙ্গে, তখনই এ রাজ্যের বর্ধমান জেলায় প্রতিষ্ঠিত হল এই রাম মূর্তি। সোমবার, রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই এই মূর্তি পুজোর আয়োজন করা হয়।

upload
upload