Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

ayodhya ram mandir

Arun Yogiraj Ramlala : গর্ভগৃহের রামলালার রূপ বদলে গিয়েছে, বললেন খোদ মূর্তি রূপকার অরুণ যোগীরাজ

রামলালার মূর্তি যেন গর্ভগৃহে প্রবেশ করতেই বদলে গেছে। প্রাণ প্রতিষ্ঠার পর বললেন মূর্তির রূপকার অরুণ যোগীরাজ। বললেন ‘লালাকে অন্যরকম দেখতে লাগছে, অলঙ্করণের পর যেন ভিন্ন রূপ ধারণ করেছেন ভগবান’। নিজের তৈরি মূর্তিকেই যেন আর চিনতে পারছেন অরুণ।

অধোয্যার রাম মন্দিরের এই রামলালার মূর্তির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই লাইমলাইটে চলে আসেন অরুণ যোগীরাজ। গত সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অলংকারে সুসজ্জিত রামলালার মূর্তি ছবি-ভিডিয়ো সামনে আসতেই, মুগ্ধ হন রাম ভক্তরা।

Mayuri Datta | 13:46 PM, Thu Jan 25, 2024

Ayodhya Ram Mandir : দুদিনেই রামলালার দর্শনে উপচে পড়া ভিড়, বাড়ল রামমন্দিরে প্রবেশের সময়সীমা

২২ জানুয়ারি নিয়ম মেনে রীতি পালন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার মন্দিরে। পরদিন ২৩ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবারই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। প্রথম দিন থেকেই ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গনে।

এর মাঝেই এল কেন্দ্রের বার্তা। আপাতত কেন্দ্রীয় মন্ত্রীদের রামলালার দর্শনে না যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানান জনতা আগে, এর মাঝে মন্ত্রীরা গেলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। তাই মন্ত্রীদের মার্চে যেতে পরামর্শ মোদীর।

অন্যদিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তাই বালক রামের দর্শনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত বালক রামের দর্শন করা যাবে বলে জানা গিয়েছে।

Mayuri Datta | 10:28 AM, Thu Jan 25, 2024

Suvendu Adhikari: বিধায়কদের নিয়ে অযোধ্যা যাত্রা শুভেন্দুর, রামমন্দির দেখে ফের কর্মসূচীতে যোগ দেবেন বিরোধী দলনেতা

সোমবারই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল রামলালার। প্রধানমন্ত্রীর হাতেই রামমন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে মুখিয়ে ছিলেন গোটা ভারতবাসী।  প্রাণ প্রতিষ্ঠার পরদিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। প্রথমদিনেই দর্শকের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

এবার রাম দর্শনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তিনি একা নন যাবেন আরও অনেক বিজেপি বিধায়ক। প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কলকাতা ও হাওড়া জেলাতেই কর্মসূচী পালন করেছেন তিনি। আগামী ১০ ফেব্রুয়ারি দলীয় বিধায়কদের নিয়ে অযোধ্যায় রামমন্দির দর্শনে যাবেন বলে সূত্রের খবর।

Mayuri Datta | 10:43 AM, Wed Jan 24, 2024

Ram Statue : ১৪ ফুটের রাম মূর্তি বসল কালনায়

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতেও রামের মূর্তি প্রতিষ্ঠা হল। এই মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন রামভক্ত সমীর দাস। ২২ জানুয়ারি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় বেদি বানিয়ে পুজোর আয়োজন করা হয়। পুজো অর্চনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রামলালার এই মূর্তি। দেড় মাস আগে কালনার বাসিন্দা সমীর দাস, কালনা চড়কতলা এলাকার শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির জন্য বরাত দেন। আরও কয়েকজন শিল্পীকে নিয়ে এই কাজ শুরু করেন জগৎ মণ্ডল। শিল্পীর কথায়, ১৪ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন, আর সেই কারণেই ১৪ ফুটের এই রামমূর্তি তৈরি। অযোধ্যার পাশাপাশি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকাতে এই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়।

সূত্রের খবর, মূর্তি তৈরিতে খরচ হয়েছে দেড় লাখ টাকা। এই মূর্তি পুজোর আনন্দে সোমবার সকাল থেকেই মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সমীর দাস এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেই জানান তিনি। নিজের শখ ছিল একটি সুদৃশ্য মূর্তি বানিয়ে রাম পুজোর করার। সেই স্বপ্ন পূর্ণ হল বলে জানান সমীর।

অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উন্মাদনা তুঙ্গে, তখনই এ রাজ্যের বর্ধমান জেলায় প্রতিষ্ঠিত হল এই রাম মূর্তি। সোমবার, রাম মন্দির প্রতিষ্ঠার দিনেই এই মূর্তি পুজোর আয়োজন করা হয়।

Maitreyi Mukherjee | 17:31 PM, Mon Jan 22, 2024

Mohan Bhagwat In Ayodhya : রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় পৌঁছলেন মোহন ভাগবত

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। কাশীর ডোমরাজা সহ ১৫ জন যজমান প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। ঐতিহাসিক এই দিনের সাক্ষী থাকতে দেশ-বিদেশের অতিথিরা এসে পৌঁছেছেন অযোধ্যায়। সারা দেশ থেকে এসে পৌঁছেছেন সাধুসন্তরা। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই অযোধ্যায় এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। অযোধ্যা পৌঁছলে মোহন ভাগবতকে এদিন অভিবাদন জানানো হয়। আরও অনেকেই অযোধ্যা এসে পৌঁছেছেন। অভিনেত্রী কঙ্গনা রানাউত এদিনই অযোধ্যায় এসে পৌঁছেছেন। অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন অনু মালিক প্রমুখও।

Maitreyi Mukherjee | 15:24 PM, Sun Jan 21, 2024

Ayodhya Ram Temple : অয্যোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বিরোধীরা কে কোথায় থাকবেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দীর্ঘ ‘শবরীর প্রতিক্ষা’র পর অবশেষে আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন ‘টিম ইন্ডিয়া’-র নেতারা সেদিন কে কোথায় থাকবেন? জানা গিয়েছে, রাহুল গান্ধী থাকবেন অসমে, মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন কালীঘাট মন্দির পরিদর্শনের পর সংহতি মিছিল করবেন। সীতারাম ইয়েচুরি এই অনুষ্ঠানে অংশ নেবেন না। শরদ পাওয়ারও অন্যদিন মন্দির দর্শন করবেন বলে জানিয়েছেন। অখিলেশ যাদবও পরে রাম মন্দির দর্শনে যেতে পারেন। আর অরবিন্দ কেজরিওয়াল দিল্লিজুড়ে ‘সুন্দর কাণ্ড’ এবং ‘হনুমান চাল্লিশা’ পাঠের কর্মসূচি নিয়েছেন। উদ্ধব ঠাকরে নাসিকের কালারাম মন্দির পরিদর্শন করতে যাবেন।

Mayuri Datta | 13:07 PM, Sun Jan 21, 2024

RAM MANDIR ATODHYA: রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে দিল্লির এইমসে অর্ধদিবস পালন 

২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এদিন হবে রাম মন্দিরের শুভ উদ্বোধন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা ২২ জানুয়ারি রাজধানীর সমস্ত সরকারি অফিসে হাফ ছুটি ঘোষণা করেছেন। দিল্লির এইমস হাসপাতালেও এদিন অর্ধদিবস ছুটি পালন করা হবে। শনিবার এইমস কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ২২ জানুয়ারি দুপুর ২:৩০ পর্যন্ত বন্ধ থাকবে হাসপাতালের অফিসিয়াল কাজকর্ম। যদিও জরুরি পরিষেবাগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে।

Mayuri Datta | 11:43 AM, Sun Jan 21, 2024

Ayodhya Ram Temple : কলকাতার সিনেমা হলেই দেখা যাবে রামের প্রাণপ্রতিষ্ঠা!

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। আর সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে অযোধ্যা যেতে চাইছেন অনেকেই। কিন্তু, হোটেল বা ট্রেন-বাসের টিকিট পাচ্ছেন না বহু মানুষ। তাতে অবশ্য বিশেষ কোনও সমস্যা নেই। কারণ এবার বাড়িতে বসেই দেখতে পারবেন রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। শুধু তাই নয় বড় পর্দাতেও অনুষ্ঠান দেখতে পারবেন। সুযোগ করে দিয়েছে দেশের তাবড় মাল্টিপ্লেক্স চেইন। মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআর আইনক্স লিমিটেডের তরফে এক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন বেলা ১১টা থেকে দুপুর ৩টে অবধি এই মাল্টিপ্লেক্সে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। পিভিআর আইনক্সের অ্যাপ, ওয়েবসাইট কিংবা অন্যান্য বুকিং প্ল্যাটফর্মেও পেয়ে যাবেন লাইভ অনুষ্ঠান দেখার টিকিট। দাম মোটে ১০০ টাকা।

Mayuri Datta | 15:25 PM, Sat Jan 20, 2024

Ayodhya Ram Mandir : উদ্বোধনের আগে দেশের বহু প্রান্ত থেকে প্রসাদ যাচ্ছে অযোধ্যায়

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভগবান রামের জন্য আসছে প্রসাদ। হায়দরাবাদ থেকে কারসেবকপুরমে পৌঁছেছে ১,২৬৫ কেজি লাড্ডু প্রসাদ। শ্রী রাম ক্যাটারিং সার্ভিসেস-এর এন নাগভূষণম রেড্ডি, যিনি এই লাড্ডুগুলি তৈরি করেন, বলেছেন, "ঈশ্বর আমার ব্যবসা এবং আমার পরিবারকে আশীর্বাদ করেছেন। এই লাড্ডুগুলি এক মাস স্থায়ী হতে পারে। ৩ দিন ধরে ২৫ জন এই লাড্ডু প্রস্তুত করেছেন।" অন্যদিকে, চণ্ডীগড়ে ১৫০ কুইন্টাল লাড্ডু তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে। ছত্তিশগড়ের ভক্তরা 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের আগে অযোধ্যায় 'মিষ্টি ফল' ফল নিয়ে এসেছেন। কাশ্মীর, তামিলনাড়ু এবং আফগানিস্তান থেকেও বহু উপহার পৌঁছে গিয়েছে অযোধ্যায়।

Mayuri Datta | 13:12 PM, Sat Jan 20, 2024

Ram Mandir Ayodhya: রামলালার উদ্বোধনের আগেই উপহার হাজির অযোধ্যায়

ব্যস মাঝের আর একটি দিনের অপেক্ষা।  তারপরেই প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে বহু প্রতিক্ষীত অযোধ্যার রামমন্দির। তবে তার আগেই রামলালার গর্ভগৃহে প্রবেশ ও রামলালার প্রথম ঝলক দেখেছে গোটা বিশ্ব। সাজো সাজো রব অযোধ্যার ওলিতে গলিতে। প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার জন্য ভরে ভরে এসেছে উপহারের ঝুলি। ৫৬ রকমের পিঠা, কনৌজের বিশেষ সুগন্ধি, অমরাবতী থেকে এসেছে রামলালার জন্য কুমকুম। বিশালাকার প্রদীপ, সোনার পাদুকা, ১০ ফুট উঁচু তালা চাবি সহ আরও অনেককিছু।  শুধু ভারতের বিভিন্নপ্রান্ত নয় উপহার এসেছে নেপাল থেকেও। উপহার পাঠিয়েছে শ্রীলঙ্কাও।

Mayuri Datta | 12:05 PM, Sat Jan 20, 2024

Ram Temple Ayodhya : নিমন্ত্রণপত্র না থাকলে থাকা যাবে না অযোধ্যায়, কড়া নিরাপত্তা রামনগরীতে

উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে রামনগরী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২২ জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে কড়া নিরপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশ পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রামমন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Mayuri Datta | 13:13 PM, Fri Jan 19, 2024

RamMandir: রামমন্দিরের উদ্বোধনে রাজ্যে ছুটির দাবি বিজেপির, মমতাকে চিঠি সুকান্তর

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সারা দেশবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর মাত্র হাতে গোনা ২ দিন। তারপরই প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। ইতিমধ্যেই গর্ভগৃহে স্থাপিত হয়েছে রামালালার মূর্তি। দেশবাসীর এই আবেগকে মর্যাদা দিয়ে কেন্দ্র সরকার আগামী ২২ জানুয়ারি কেন্দ্র সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এবার রাজ্যে ছুটি ঘোষণার দাবি তুলল বঙ্গ বিজেপি। ছুটির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  জানা যাচ্ছে, চিঠিতে রামজন্মভূমির ভূতপূর্ব কাহিনী ও তার ইতিহাস বর্ণনা করেছেন সুকান্ত। সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও ওই দিন ছুটির আওতায় রাখার জন্য মুখ্যমন্ত্রীকে ‘অনুরোধ’ জানিয়েছেন সুকান্ত।

Mayuri Datta | 11:41 AM, Fri Jan 19, 2024

Narendra Modi Ram Mandir : ডাবের জল পান-মাটিতে কম্বল পেতে ঘুম, কঠোর বিধি পালন মোদীর

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। তার জেরে এখন থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন বহু ভক্ত। আর সেই বিশেষ দিনের জন্য বিশেষ আচার পালন করছেন প্রধানমন্ত্রী। অভিষেক অনুষ্ঠানের আগে কঠোর বিধি পালন করছেন তিনি। সূত্রের খবর, এই কয়েকটা দিন তিনি কোনও খাবার খাচ্ছেন না। শুধুমাত্র ডাবের জল খেয়েই কাটাচ্ছেন তিনি। আর এই কয়েকটা দিন মাটিতেই ঘুমাচ্ছেন। রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য বিশেষ 'যম নিয়ম' মেনে চলছেন প্রধানমন্ত্রী। এখানে যম অর্থাৎ সংযম। যম-নিয়ম অনুসরণ করা খুবই কঠিন বলে মনে করেন অনেকে। এসব কঠিন নিয়ম মেনে চলার পাশাপাশি প্রধানমন্ত্রী তার দফতরের কাজও সামলাচ্ছেন বলে জানা গিয়েছে।

Mayuri Datta | 11:27 AM, Fri Jan 19, 2024

Ram Mandir latest News: বনবাসের পর যেন ফের জন্মভূমিতে ফিরে এলেন রাম লালা

রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যা জুড়ে। তার মাঝে চলছে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান। একে একে হাজির হচ্ছেন বহু মানুষ। রামমন্দিরের উদ্বোধনের আগে বুধবার ভোররাতে মন্দিরে এসে পৌঁছয় রাম লালার মূর্তি। তিনটি মূর্তির মধ্যে থেকে ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা মূর্তিকে বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার, শুভ মুহূর্ত দেখে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ গর্ভ গৃহের বেদীতে বসানো হবে রাম লালার মূর্তি। বুধবার সন্ধেয় শোভাযাত্রা করে মন্দিরের সামনে নিয়ে আসা হয় ওই মূর্তি, ক্রেনে করে নামানো হয় রামলালার মূর্তি। অন্যদিকে ফুলে সজ্জিত রূপোর একটি রাম লালার মূর্তি নিয়ে অযোধ্যা পরিভ্রমণ হয়। যদিও, ওই মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হবে না।

Mayuri Datta | 17:30 PM, Thu Jan 18, 2024

POSTER STAMP INAUGUARATED BY PM: রাম মন্দিরের উদ্বোধনের আগে স্মারক ডাকটিকিট বই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সারা বিশ্বে ভগবান রামের উপর তৈরি ছয়টি স্মারক ডাকটিকিট এবং স্ট্যাম্পের একটি বই প্রকাশ করেছেন।

স্ট্যাম্প ডিজাইনের মধ্যে রয়েছে রাম মন্দির, চৌপাই 'মঙ্গল ভবন অমঙ্গল হরি', সূর্য, অযোধ্যার সরয়ু নদী এবং আসন্ন মন্দিরের আশেপাশের ভাস্কর্য।

ছয়টি ডাকটিকিটের মধ্যে রয়েছে রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেবতরাজ এবং মা শবরী। একটি অফিসিয়াল রিলিজ অনুসারে, স্ট্যাম্প বইটির লক্ষ্য হল ভগবান রামের আন্তর্জাতিক আবেদনকে তুলে ধরা, যা মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, কম্বোডিয়া এবং জাতিসংঘ এর মতো সংস্থাগুলি সহ ২০ টিরও বেশি দেশ দ্বারা জারি করা স্ট্যাম্পগুলিকে কভার করে।

Mayuri Datta | 13:24 PM, Thu Jan 18, 2024

AYODHYA :রামমন্দিরের নিরাপত্তায় AI ক্যামেরা, নজিরবিহীণ নিরাপত্তা অযোধ্যায়

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের আগে জোরকদমে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি পর্ব। বেশকিছুদিন আগে রামমন্দিরের বোমা মারার হুমকি ফোনকে হেলায় নিচ্ছে না প্রশাসন। আরও আঁটোসাটো করা হচ্ছে নিরাপত্তা। অযোধ্যার লতা মঙ্গেশকর চকে প্রাথমিকভাবে জঙ্গি দমন শাখার কমোন্ডোদের মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে মন্দির চত্বরজুড়ে। শুধু তাই নয় গোটা জেলা জুড়ে চলবে কড়া নজরদারি । বসানো হচ্ছে ১০ হাজার সিসিটিভি। ওইসব সিসিটিভির মধ্যে কিছু ক্যামেরা চলবে এআইতে। একাধিক ভাষা বলতে পারেন এমন কয়েক হাজার পুলিস মোতায়েন করা হচ্ছে অযোধ্যায়। এর পুণ্যার্থীদের বিভিন্নভাবে সাহায্য করবেন।

Mayuri Datta | 11:19 AM, Thu Jan 18, 2024

AYODHYA RAM MANDIR: গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি

আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার আগে বৃহস্পতিবার মধ্যরাতে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি। ক্রেনের সাহায্যে প্রভু রামলালার মূর্তি ভিতরে আনার আগে গর্ভগৃহে একটি বিশেষ পূজা করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মার শেয়ার করা ভিডিও থেকে গোটা ঘটনাটি চাক্ষুষ করা যায়।  রীতি অনুযায়ী, ১৬ জানুয়ারি থেকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানের আচার পালন শুরু হয়েছে। ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান। তাঁর আগে রাম মন্দিরে প্রবেশ  করলেন রামলালা। রামলালার মূর্তি রক্ষায় মোতায়েন করা হয়েছে এটিএস কমান্ডোদের। এছাড়া ২০০ জন পিএসি কর্মীও মোতায়েন করা হয়েছে।

Mayuri Datta | 10:24 AM, Thu Jan 18, 2024

Ayodhya Ram Mandir: রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন বাজবে ভারতীয় ধ্রুপদী বাদ্যযন্ত্র। সাজো সাজো রব অযোধ্যায়

আর ১ সপ্তাহও বাকি নেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। তার আগে সাজো সাজো রব অযোধ্যায়। শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে জোরকদমে।  ২২ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২২জানুয়ারির অনুষ্ঠানে অযোধ্যায় উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রথম সারির একাধিক নেতা নেত্রী সহ বহু বিশিষ্ট জন।  দশবিধ স্নান, রাম লালার শোভাযাত্রার পাশাপাশি মাতৃকা পুজো, ব্রাহ্মণ বরণ, বাস্তুপুজো সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে ২২ তারিখ মন্দির চত্বরে বাজানো হবে ভারতীয় ধ্রুপদী বাদ্যযন্ত্র।

Mayuri Datta | 11:43 AM, Wed Jan 17, 2024
upload
upload