Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Ayodhya Ram Mandir : দুদিনেই রামলালার দর্শনে উপচে পড়া ভিড়, বাড়ল রামমন্দিরে প্রবেশের সময়সীমা

Mayuri Datta | 10:28 AM, Thu Jan 25, 2024

২২ জানুয়ারি নিয়ম মেনে রীতি পালন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার মন্দিরে। পরদিন ২৩ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবারই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। প্রথম দিন থেকেই ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গনে।

এর মাঝেই এল কেন্দ্রের বার্তা। আপাতত কেন্দ্রীয় মন্ত্রীদের রামলালার দর্শনে না যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানান জনতা আগে, এর মাঝে মন্ত্রীরা গেলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। তাই মন্ত্রীদের মার্চে যেতে পরামর্শ মোদীর।

অন্যদিকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তাই বালক রামের দর্শনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত বালক রামের দর্শন করা যাবে বলে জানা গিয়েছে।

upload
upload