Monday, November 25, 2024

Logo
Loading...
upload upload upload

PM Narendra Modi : নজর না লাগার জন্য ‘কালো টিকা’! কংগ্রেসের কৃষ্ণপত্রকে খোঁচা মোদীর

Maitreyi Mukherjee | 17:58 PM, Thu Feb 08, 2024

দেশের উপর যাতে কারও নজর না লাগে তার জন্য 'কালো টিকা' লাগানোর চেষ্টা করেন কিছু মানুষ। কংগ্রেসের (Congress) কৃষ্ণপত্রকে এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্য সভায় আজ বিদায়ী ভাষণে তিনি বলেন, "গোটা বিশ্বকে যখন ভারত পথ দেখাচ্ছে তখন এখানে কিছু মানুষ কেবলই হতাশার কথা বলছেন। ভারতকে টেনে নিচে নামানোর চেষ্টা করছেন। আমরা সকলেই জানি কুদৃষ্টি এড়াতে ‘কালো টিকা’ দেওয়ার একটি প্রবণতা রয়েছে। আর ওই মানুষরা সেই কাজ করার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিচ্ছেন।"

কংগ্রেসের কৃষ্ণপত্রকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "খাড়গে জির ব্ল্যাক পেপার একটি ‘কালো টিকার মতো’। কুদৃষ্টি থেকে রক্ষা পেতে কালো টিকা লাগানো হয়। একইভাবে সরকার অনেক ভালো কাজ করছে এবং অশুভ দৃষ্টি থেকে রক্ষা করতে কংগ্রেস তাতে ‘কালো টিকা’ দিয়েছে।" এদিকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় কিছু সাংসদ আজ সংসদে কালো পোশাক পরে এসেছিলেন। এনিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মোদী। তিনি বলেন, "কালো রঙের পোশাক পরে সংসদে বিরোধীরা ফ্যাশন শো করতে আসেন।" 

প্রধানমন্ত্রী মোদী ব্যঙ্গাত্মকভাবে বলেন, "দেশ গত ১০ বছর ধরে সমৃদ্ধির নতুন উচ্চতা স্পর্শ করছে। সৃষ্টি হয়েছে এক বিশাল ও ঐশ্বরিক পরিবেশ। তাতে যেন কুদৃষ্টি না লাগে সেজন্য আজ কংগ্রেস কৃষ্ণপত্র প্রকাশ করে তাতে কালো টিকা লাগানোর চেষ্টা করা হয়েছে। আমি এর জন্য মল্লিকার্জুন খাড়গেকেও অনেক ধন্যবাদ জানাই।"

পাশাপাশি বিদায়ী ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাও উল্লেখ করেছেন মোদী। তিনি বলেন, "যখনই সংসদে গণতন্ত্র নিয়ে আলোচনা হবে, মনমোহন সিংকে স্মরণ করা হবে। সাংসদদের জন্য মনমোহন সিং এক উদাহরণ হয়ে থাকবেন। মনমোহন সিং সংসদে একাধিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।"

মনমোহনের প্রশংসা করে মোদী বলেন, "আমি বিশেষ করে মনমোহন জিকে স্মরণ করতে চাই। তিনি দীর্ঘকাল সংসদ ও দেশকে পথ দেখিয়েছেন। মনমোহন সিং জি হুইল চেয়ারে এসেও সংসদে ভোটদান করে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। মনমোহন জি গণতন্ত্রকে শক্তি দিয়েছিলেন।" প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেছেন, "মনমোহন সিং দেখিয়েছেন একজন সাংসদ তার দায়িত্বের জন্য কতটা দায়বদ্ধ। হুইল চেয়ারে বসে ভোট দিতে এসেছিলেন তিনি। তিনি কাকে ভোট দিয়েছেন সেটা বড় প্রশ্ন নয়। তিনি গণতন্ত্রের ভিতকে শক্ত করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।"

upload
upload