Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!

Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024

লোকসভা নির্বাচনের আগেই বিজেপির কাছে ব্যর্থ হলো 'ইন্ডিয়া' মঞ্চ! পাঞ্জাবের চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী মনোজ সোনকর। কংগ্রেস এবং আপ এক জোট হয়ে লড়াই করলেও কোনও লাভ হয়নি। ম আদমি পার্টির কুলদীপ কুমারকে পরাস্ত করলেন বিজেপি প্রার্থী মনোজ সোনকর। প্রসঙ্গত, আম আদমি পার্টির মেয়র নির্বাচনে জোট হয় কংগ্রেসেরও। সকলেই ধারণা হয়েছিল মেয়র হচ্ছেন আপের কুলদীপ সিং। কিন্তু জোটপ্রার্থীর ৮টি ভোট বাতিল ঘোষণা হতেই বাধে বিপত্তি। ৮টি ভোট কমে যাওয়ায় জোটপ্রার্থীর মোট ভোট সংখ্যা দাঁড়ায় ১২টি এবং বিজেপি প্রার্থীর ১৬টি ভোটই থাকে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে জয়ী ঘোষণা করা হয় বিজেপির মনোজ সোনকরকে।

upload
upload