Friday, November 22, 2024

Logo
Loading...
upload upload upload

Kashmir Weather : অবশেষে বরফের দেখা মিলল ভূস্বর্গে, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তুষারপাত

Mayuri Datta | 10:59 AM, Mon Jan 29, 2024

দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়ার পর প্রকৃতি মুখ তুলে তাকিয়েছে। অবশেষে বৃষ্টি ও তুষারপাতের সাক্ষী হয়েছে ভূস্বর্গ, বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গের বাসিন্দারা, তুষারপাত হতেই পর্যটকরাও উপত্যকার দিকে রওনা হচ্ছেন। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিভিন্ন স্থানে বৃষ্টি ও তুষারপাত হবে। ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তুষারপাতের পরিমাণ কিছুটা বাড়বে। আবার আকাশ মেঘলা থাকার কারণে শ্রীনগর, গুলমার্গ, পহেলগামে বৃদ্ধি পাচ্ছে রাতের তাপমাত্রা।

upload
upload