Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Kashmir Weather : অবশেষে বরফের দেখা মিলল ভূস্বর্গে, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তুষারপাত
দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়ার পর প্রকৃতি মুখ তুলে তাকিয়েছে। অবশেষে বৃষ্টি ও তুষারপাতের সাক্ষী হয়েছে ভূস্বর্গ, বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গের বাসিন্দারা, তুষারপাত হতেই পর্যটকরাও উপত্যকার দিকে রওনা হচ্ছেন। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিভিন্ন স্থানে বৃষ্টি ও তুষারপাত হবে। ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তুষারপাতের পরিমাণ কিছুটা বাড়বে। আবার আকাশ মেঘলা থাকার কারণে শ্রীনগর, গুলমার্গ, পহেলগামে বৃদ্ধি পাচ্ছে রাতের তাপমাত্রা।
Kashmir Weather : আবহাওয়া বদলের পূর্বাভাস উপত্যকায়, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
কাশ্মীরে এবার অবসান হতে চলেছে শুষ্ক আবহাওয়ার, ভূস্বর্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্ক আবহাওয়া সত্ত্বেও প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর, কাশ্মীরের প্রায় সর্বত্রই বৃহস্পতিবারও হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই শুষ্ক আবহাওয়ার সমাপ্তি ঘটবে। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সমতল ভূমিতে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বছর এখনও পর্যন্ত শীতের মরশুমে তুষারপাতের সাক্ষী হয়নি ভূস্বর্গ, তাই আবহাওয়া বদলের পূর্বাভাসে তুষারপাতের প্রতীক্ষায় কাশ্মীরে বাসিন্দারা। অপেক্ষায় পর্যটকরাও।
Delhi Weather : কনকনে ঠান্ডায় কাঁপছে পাঞ্জাব-হরিয়ানা, শৈত্যপ্রবাহ দিল্লিতে
শীতের দাপট বজায় রয়েছে পাঞ্জাব ও হরিয়ানায়। কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লিও। মৌসম ভবন জানিয়েছে, আগামী কিছু দিন এমনই ঠান্ডা বজায় থাকবে। উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। এই অবস্থার কারণে দৃশ্যমানতা কমে যাবে এবং রেল ও বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। ভোর এবং রাতের দিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে শীতল বাতাস বইবে। সেই সঙ্গে কুয়াশার ঘনঘটাও থাকবে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। উত্তর ভারতের পাশাপাশি, কুয়াশার সর্তকতা রয়েছে উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও। বিশেষত সকালের দিকে বিহারের বিস্তীর্ণ এলাকা কয়েক ঘণ্টা মুড়ে থাকবে ঘন কুয়াশায়।
Delhi Fog : দিল্লিতে কুয়াশার ঘনঘটা, রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তি যাত্রীদের
দিল্লিতে ঘন কুয়াশার দাপট কমছেই না, শনিবারও কুয়াশার চাদরে মোড়া থাকল রাজধানী। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। একই অবস্থা ছিল দিল্লি লাগোয়া উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার দিল্লিগামী ১১টি ট্রেন দেরিতে চলাচল করেছে। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, জম্মু তাওয়াই-আজমের পূজা এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই শনিবার ঘন কুয়াশার চাদরে মোড়া থাকল রাজধানী দিল্লি। কুয়াশার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়। এর ফলে সমস্যায় পড়েন অনেক যাত্রী।
কাঁপুনি ধরানো শীত ও ঘন কুয়াশা থেকে এখনই রেহাই পাবে না দিল্লি-সহ গোটা উত্তর ভারত। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, বজায় থাকবে শৈত্যপ্রবাহের পরিস্থিতিও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ ডিগ্রির নীচেই। এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থানের অনেক অংশে থাকবে কনকনে ঠান্ডা। উত্তর মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডও শীতের দাপট থেকে রেহাই পাবে না।