Saturday, April 05, 2025

Logo
Loading...
upload upload upload

Delhi Fog : দিল্লিতে কুয়াশার ঘনঘটা, রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তি যাত্রীদের

Mayuri Datta | 11:50 AM, Sat Jan 20, 2024

দিল্লিতে ঘন কুয়াশার দাপট কমছেই না, শনিবারও কুয়াশার চাদরে মোড়া থাকল রাজধানী। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। একই অবস্থা ছিল দিল্লি লাগোয়া উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার দিল্লিগামী ১১টি ট্রেন দেরিতে চলাচল করেছে। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, জম্মু তাওয়াই-আজমের পূজা এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই শনিবার ঘন কুয়াশার চাদরে মোড়া থাকল রাজধানী দিল্লি। কুয়াশার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়। এর ফলে সমস্যায় পড়েন অনেক যাত্রী।

upload
upload