Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Hemant Soren : ২২ জানুয়ারি ২৫০০ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেবেন হেমন্ত সোরেন

Maitreyi Mukherjee | 15:20 PM, Sun Jan 21, 2024

আগামী ২২ জানুয়ারি ২৫০০ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বেসরকারি সেক্টরের যুবকদের এই নিয়োগ পত্র প্রদান করা হবে। এই উপলক্ষ্যে খেলগাঁওতে অবস্থিত তানা ভগত স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। অরবিন্দ টেক্সটাইল, কিশোর এক্সপোর্ট, শ্রী গণপতি ক্রিয়েশন, আরবান ডিজাইন প্রাইভেট লিমিটেড, ম্যাট্রিক্স ক্লোথিং, ভ্যালেন্সিয়া অ্যাপারেলস এবং ওরিয়েন্ট ক্রাফট টেক্সটাইল কোম্পানিগুলিতে যুবকদের নিয়োগপত্র প্রদান করা হবে। এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভাগীয় পর্যায়ের কর্মসংস্থান মেলার আয়োজন করে প্রায় ৫৬ হাজার যুবককে বেসরকারি খাতে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সরকারি পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় যুবকদের বেসরকারি খাতে ৭৫ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, যেসব কোম্পানিতে যুবকদের চাকরি দেওয়া হচ্ছে তার বেশিরভাগই ওরমাঞ্জির কুলিতে অবস্থিত। ২০২১ সালের ডিসেম্বরে কুলহি শিল্প এলাকায় বেশ কয়েকটি টেক্সটাইল প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল। এই কোম্পানিগুলিতে কর্মরত ৯০ শতাংশ মহিলা কর্মীকে নিয়োগ করা হয়েছিল।

upload
upload