Gyanvapi Mosque : জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! জানাল ASI
জ্ঞানবাপী মসজিদ নিয়ে এবার বড় তথ্য দিল ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ। মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল হিন্দু মন্দির। রিপোর্ট পেশ করে এমনটাই জানাল এএসআই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিষ্ণু শংকর জৈন জানান, এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। সমীক্ষাকাজে গ্রাউন্ড পেনিট্রেটিং ব়্যাডারের তথ্য বলছে, মসজিদটি মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে। ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট জমা দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এএসআইয়ের ওই রিপোর্ট হিন্দু এবং মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, মসজিদের নিচে এখনও মন্দিরের ভাঙা কাঠামো রয়েছে।
Trending Tag