Gyanvapi Mosque : জ্ঞানবাপী মসজিদে শুরু পুজো, মসজিদের 'গুপ্তঘর' থেকে শোনা গেল ঘণ্টাধ্বনি
এ যেন হিন্দু পক্ষের মন্দির ফেরত পাওয়ার প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ। বুধবার মধ্যরাতেই জ্ঞানবাপী মসজিদের বেসমেন্ট তথা গুপ্তঘর থেকে ভেসে এল ঘণ্টাধ্বনি। শুরু হল আরতি। আদালতের রায়ের পর অপেক্ষার অবসান। পুজো শুরু হল জ্ঞানবাপী মসজিদের নির্দিষ্ট অংশে। ৩১ বছর পর জ্ঞানবাপীর ব্যস তয়খানায় খুলে দেওয়া হল তালা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে মুসলিম পক্ষ। অন্যদিকে প্রতিনিয়িত এই জ্ঞানবাপীর বেসমেন্টে এবার থেকে আরতি ও পূজার্চনা হবে বলে জানিয়েছে হিন্দু পক্ষ।
বুধবার বিকেলে বারাণসী জেলা আদালতের রায় আসে তেহখানায় পুজো করতে পারবে ভক্তরা। এর জন্য প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। এর পর সন্ধ্যা থেকেই জ্ঞানবাপী মসজিদের বাইরে কোলাহল শুরু হয়ে যায়। রাত ১০টা নাগাদ বারাণসীর জেলাশাসক এবং ডিআইজি ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের নির্দেশে মসজিদের বেসমেন্ট চত্বর থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
এরপর রাত ২টো নাগাদ পুলিশ কমিশনার এবং জেলাশাসক একসঙ্গে বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন। কোর্টের নির্দেশ পালন করার জন্য অনুমতি দেন তাঁরা। আদালতের রায়ে বলা হয়েছিল, পুজোপাঠ করা, ভোগ দেওয়া, বেসমেন্টে যে মূর্তি রয়েছে সেটা যথাযথ রাখতে হবে ও লোহার বেড়া দেওয়ার ব্যবস্থা সাতদিনের মধ্যে করতে হবে। জেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। এরই সঙ্গে কাশী বিশ্বনাথ ট্রাস্ট বোর্ডের পুরোহিতের বিষয়গুলি দেখাশোনা করতে পারবেন বলেই জানিয়েছে আদালত। সব মিলিয়ে জ্ঞানবাপী মসজিদ মামলায় বিরাট মোড় এসেছিল বুধবার। আর বৃহস্পতিবারই সেখানে পুজোপাঠ হয়ে গেল। তবে সূত্র মারফত জানা গিয়েছে এখনই জ্ঞানবাপীর এই বেসমেন্ট ভক্তদের জন্য খোলা হচ্ছে না।
Trending Tag