Republic Day 2024 : শঙ্খধ্বনিতে শুরু হয় দিল্লির কুচকাওয়াজ, রামলালা থেকে চন্দ্রযান হরেক ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের প্যারেডে
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা দিল্লিতে। কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ঘোড়ার গাড়িতে করে ম্যাক্রঁকে কর্তব্যপথে নিয়ে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারীশক্তি। মোট ২৫টি ট্য়াবলো ছিল প্যারেডে। ভারতীয় নৌসেনার ট্যাবলোয় স্থান পায় নারী শক্তি ও আত্মনির্ভরতা। এছাড়া প্রথমবার প্যারেডে অংশ নেয় মহিলা সশস্ত্র বাহিনী। চন্দ্রযান-৩ ও রামলালারর ট্যাবলোও ছিল প্যারেডে। পাশাপাশি উট নিয়ে প্যারেডে অংশ নেয় বিএসএফ।
Trending Tag