Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Republic Day 2024: নারীশক্তিতে আপ্লত ম্যাক্রঁ, কুচকাওয়াজে বিশ্ব দেখল ভারতের শক্তি
দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে মহাসমারোহে আয়োজিত হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি। আগে থেকেই চরম প্রস্তুতি ছিল দিল্লিতে। কড়া নিরাপত্তায় মোড়া দেশের রাজধানী। মোতায়েন বিপুল সংখ্যক জওয়ান। রয়েছে প্রায় এক হাজার সিসিটিভি ক্যামেরা।
GOOGLE DOODLE: গুগুল ডুডলে প্রজাতন্ত্রের একাল সেকাল
আজ ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে চলছে গণতন্ত্রের উদযাপন।এই দিনকে সম্মান জানালো গুগুলও। ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগুল। এই দিনের সবচেয়ে আকর্ষণের বিষয় হল দিল্লিতে প্যারেড। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময়ের সঙ্গে আধুনিকতাকে আপন করেছি আমরা। আগে বাক্স টিভি তে স্বপরিবারে দেখা হত অনুষ্ঠান। এখন তো মুঠো ফোনেই প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখছেন সকলেই। এই বদলে যাওয়া বিষয়টিকেই ডুডলে তুলে এনেছে গুগুল। সাদাকালো টিভির যুগ থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন। সবটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে। শিল্পী বৃন্দা জাভেরির এই সৃষ্টি সত্যিই প্রশংসনীয়।
Republic Day 2024 : শঙ্খধ্বনিতে শুরু হয় দিল্লির কুচকাওয়াজ, রামলালা থেকে চন্দ্রযান হরেক ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের প্যারেডে
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা দিল্লিতে। কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ঘোড়ার গাড়িতে করে ম্যাক্রঁকে কর্তব্যপথে নিয়ে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারীশক্তি। মোট ২৫টি ট্য়াবলো ছিল প্যারেডে। ভারতীয় নৌসেনার ট্যাবলোয় স্থান পায় নারী শক্তি ও আত্মনির্ভরতা। এছাড়া প্রথমবার প্যারেডে অংশ নেয় মহিলা সশস্ত্র বাহিনী। চন্দ্রযান-৩ ও রামলালারর ট্যাবলোও ছিল প্যারেডে। পাশাপাশি উট নিয়ে প্যারেডে অংশ নেয় বিএসএফ।
Women empowerment : প্রজাতন্ত্র দিবসে নারী শক্তির প্রদর্শন
দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তায় রাজধানী। প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১০০ জন মহিলা শঙ্খ, নাদাস্বরম সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করেন অনুষ্ঠানের। নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয় একাধিক ট্যাবলোতে। মণিপুরের ট্যাবলোতে নারীদের নৌকায় চড়া থেকে ওড়িশায় ট্যাবলোতে হস্তশিল্প এবং তাঁত শিল্পে মহিলাদের ভূমিকা, অবদানে কথা তুলে ধরা হয়।
Republic Day : প্রজাতন্ত্র দিবসে ভারতকে উপহার ম্যাক্রোঁর
ভারতীয় পড়ুয়াদের জন্য প্রজাতন্ত্র দিবসে উপহার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে ফ্রান্সে পড়ার সুযোগ দিচ্ছে সে দেশের সরকার। ভারতীয় পড়ুয়ারা যেন ফরাসি ভাষা শিখে সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার সুযোগ পায়, তার জন্যও বিশেষ ব্যবস্থা করবে ম্যাক্রোঁর প্রশাসন। ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে।
France President : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস,আসছেন প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রোঁ
এবছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আজই জয়পুর বিমানবন্দরে অবতরণ করবে তাঁর বিমান। তারপর অতিথিকে একাধিক জায়গা পরিদর্শনে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অতিথিকে নিয়ে প্রধানমন্ত্রী যাবেন যন্তর মন্তরে। পাশাপাশি রাজস্থানের আমের ফোর্টেও যাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থানের জয়পুরের যন্তর-মন্তরকে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। সেটি ঘুরে দেখার পর হাওয়া মহল পর্যন্ত রোড শো করবেন তাঁরা। সেখানে কেনাকাটা করার পরিকল্পনা রয়েছে অতিথিদের। সূত্রের খবর রাজস্থানের জনপ্রিয় ব্লু-পটারি কিনবেন তাঁরা। তারপর রামবাগ প্যালেসে হবে নৈশভোজ।
Republic Day: ইতিহাস গড়তে চলেছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, কেন জানেন কী?
ঐতিহাসিক হতে চলেছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। এবছরের কুচকাওয়াজে থাকছে একেবারে নতুন অধ্যায়। দেশবাসী প্রত্যক্ষ করতে চলেছেন দিল্লির এক অভিনব কুচকাওয়াজ। যা আগে কখনো দেশ দেখেনি। এই প্রথমবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে মহিলা সশক্তিকরণের প্রদর্শন থাকছে। যা অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সর্বত্র নারী ক্ষমতায়নকেই তুলে ধরা হবে। সে কথাই জানালেন ভারতীয় সেনার মেজর জেনারেল সুমিত মেহতা। তিনি বলেন, ‘‘এবছরের কুচকাওয়াজ নারী-কেন্দ্রিক। থিম হল— ‘বিকশিত ভারত’ এবং ‘গণতন্ত্রের পীঠস্থান ভারত’।’’
Republic Day Security: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা দ্বিগুণ বাড়ল শহরে
আর দুদিন পরই প্রজাতন্ত্র দিবস। শহরে প্রস্তুতি পর্ব চলছে। তার মাঝেই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। নিরাপত্তা ব্যাবস্থা আঁটোসাঁটো রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন বছরের গোড়ার দিকে কলকাতা জাদুঘরে বোমা মারারা হুমকি আসে। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে শহরে। রেডরোডে চলছে কুচকাওয়াজের মহড়া। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে খুবই প্রখর।