Women empowerment : প্রজাতন্ত্র দিবসে নারী শক্তির প্রদর্শন
দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তায় রাজধানী। প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১০০ জন মহিলা শঙ্খ, নাদাস্বরম সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করেন অনুষ্ঠানের। নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয় একাধিক ট্যাবলোতে। মণিপুরের ট্যাবলোতে নারীদের নৌকায় চড়া থেকে ওড়িশায় ট্যাবলোতে হস্তশিল্প এবং তাঁত শিল্পে মহিলাদের ভূমিকা, অবদানে কথা তুলে ধরা হয়।
Trending Tag