Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

Interim Budget 2024 : 'মিশন ৪০০', নির্মলার বাজেটে পূর্বাঞ্চলকে এগিয়ে রাখল পদ্মশিবির

Maitreyi Mukherjee | 22:24 PM, Thu Feb 01, 2024

অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে সকলেরই নজর ছিল নির্মলার পূর্বাঞ্চল নিয়ে ঘোষণার দিকে। অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরই পরিষ্কার হয়ে যায় আগামী লোকসভা ভোটে পূর্বাঞ্চলকে পাখির চোখ করছে বর্তমান শাসকদল। প্রসঙ্গত গত লোকসভা ভোটে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ব্যতিক্রম ছিল বাংলা এবং ওড়িশা। বাজেট ঘোষণায় নির্মলার পূর্বাঞ্চল নীতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বাংলা-ওড়িশাকে আগামী ভোটে পাখির চোখ করতে চাইছে বর্তমান সরকার।

অর্থমন্ত্রী বলেন, “আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। বিশেষ নজর দেওয়া হবে পূর্বাঞ্চলের দিকে”। প্রসঙ্গত দেশের মধ্যে আর্থিক উন্নয়নের নিরিখে বিজেপি শাসিত মধ্য ও উত্তর ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে বাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলি সামান্যই এগিয়ে। আর তাই পূর্বাঞ্চলকে এই আর্থিক বৃদ্ধির আওতায় আনার ঘোষণা নিয়ে ভোটের অঙ্ক দেখছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে বিজেপির সাংগঠনিক আওতায় থাকা পূর্বাঞ্চলের মধ্যে বাংলা-বিহার ছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর। এছাড়াও রয়েছে সিকিম, অসম, ত্রিপুরার মত রাজ্যও। ফলে আগামী ভোটে ‘মিশন ৪০০’ সফল করতে এই রাজ্যগুলিকেই পাখির চোখ করছেন মোদী- শাহ। এদিনের বাজেটে রেল পরিষেবা এবং মেট্রো রেলে নিয়ে পূর্বাঞ্চলের ক্ষেত্রে একাধিক প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই ঘোষণা অনেকটাই জনমুখী বলে মনে করা হচ্ছে।

upload
upload