Wednesday, February 05, 2025

Logo
Loading...
upload upload upload

Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা

Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে এক দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদন্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত। মঙ্গলবারই প্রধানমন্ত্রী থাকাকালীন স্পর্শকাতর রাষ্ট্রীয় তথ্য ফাঁসের  মামলায় ১০ বছরের কারবাসের সাজা শোনানো হয়েছিল।  তার একদিন পর ফের ধাক্কা খেলেন ইমরান।   প্রসঙ্গত ইমরান খান ইতিমধ্যেই কারবাসে রয়েছেন। এর মধ্যে আরও দুটি মামলায় কারাবাসের সাজা ঘোষণা হওয়ায় পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁর লড়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।

upload
upload