Wednesday, February 05, 2025

Logo
Loading...
upload upload upload

international relation

Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে এক দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদন্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত। মঙ্গলবারই প্রধানমন্ত্রী থাকাকালীন স্পর্শকাতর রাষ্ট্রীয় তথ্য ফাঁসের  মামলায় ১০ বছরের কারবাসের সাজা শোনানো হয়েছিল।  তার একদিন পর ফের ধাক্কা খেলেন ইমরান।   প্রসঙ্গত ইমরান খান ইতিমধ্যেই কারবাসে রয়েছেন। এর মধ্যে আরও দুটি মামলায় কারাবাসের সাজা ঘোষণা হওয়ায় পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁর লড়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024

Imran Khan: গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস! ১০ বছরের কারাদণ্ডের সাজা ইমরান খানকে

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড! সাইফার মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। মঙ্গলবার পাকিস্তানের এক বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত এই রায় দিল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি হয়।  

ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য এই ইমরান ও শাহ মাহমুদের বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিল। তারপরই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর আওতায় এই বিশেষ আদালত গঠন করা হয়েছিল। তারাই আজ সাইফার মামলায় ইমরান এবং শাহ মাহমুদকে ১০ বছরের কারাদণ্ড দিল।

Mayuri Datta | 15:01 PM, Tue Jan 30, 2024

Iran – Pakistan Conflict : পাকিস্ত্বানে ফের হামলা করতে পারে ইরান, আগাম সতর্কতা ইসলামাবাদে

ইরানে অতর্কিতে হামলার পর এবার পাকিস্তানে সতর্কতা জারি। পাকিস্তানে যে কোনও মুহূর্তে ফের হামলা চলতে পারে, আশঙ্কা করা হচ্ছে। ফলে পাকিস্তান জুড়ে জারি করা হয়েছে উচ্চ পর্যায়ের সতর্কতা। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই সতর্কতা জারি করা হয়েছে।  তেহরান যে কোনও মুহূর্তে ফের পাকিস্তানের যে কোনও জায়গায় বিমান হামলা চালাতে পারে। সেই কারণে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে পাক বিদেশ মন্ত্রকের তরফে।

সম্প্রতি বালোচিস্তানে হামলা চালাায় ইরানের সেনা। বালোচিস্তানে জইশ-উল-আদালের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। ইরানের ওই হামলার পর তা বেআইনি বলে দাবি করে পাকিস্তান। শুধু তাই নয়, বৃহস্পতিপবার ভোরে অতর্কিতে পাকিস্তান হামলা চালায় ইরানে। যার জেরে পরপর ৯ জনের মৃত্যু হয়।

Mayuri Datta | 12:03 PM, Fri Jan 19, 2024
upload
upload