Japan Moon Mission : চাঁদের মাটি ছুঁল জাপান, তবু ISRO কে টপকাতে পারলো না
ভারতের পর আরও এক দেশ পৌঁছে গেল চাঁদের মাটিতে। চাঁদে সফলভাবে অবতরণ করেছে জাপানের চন্দ্রযান। পঞ্ম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা দিলেও শুরুতেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি ।
যান্ত্রিক ত্রুটির কারণেই জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি। জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম)-এ সৌরশক্তি পৌঁছচ্ছে না। চাঁদের মাটিতে কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা।
Trending Tag
Japan Moon Mission : চাঁদের মাটি ছুঁল জাপান, তবু ISRO কে টপকাতে পারলো না