Thursday, December 05, 2024

Logo
Loading...
upload upload upload

Hemant Soren : ফের হেমন্ত সোরেনকে তলব ইডি-র

Maitreyi Mukherjee | 12:19 PM, Tue Jan 23, 2024

বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেও রেহাই নেই। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রীতে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ এবার হাজিরা দেওয়ার জন্য হেমন্ত সোরেনকে পাঁচদিন সময় দেওয়া হয়েছে। আর্থিক তছরুপের মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে ইডি। এই সময়ের মধ্যে এবার তিনি হাজিরা না দিলে ইডি কড়া পদক্ষেপ করতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এই মামলায় তাঁকে ইতিমধ্যে ৫ বার নোটিস পাঠিয়েছে ইডি। কিন্তু, একবারও হাজিরা দেননি মুখ্যমন্ত্রী। এরপর শনিবার ইডি আধিকারিকেরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিলে হেমন্ত সোরেনের বাড়ির বাইরে তীব্র বিক্ষোভ দেখান জেএমএম কর্মী-সমর্থকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। যদিও এই মামলায় তাঁর নাম জড়ানো এবং ইডি-র তলব বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি হেমন্ত সোরেনের।

upload
upload