Joe Biden: আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের উপর হামলার বিষয়ে কড়া বার্তা হোয়াইট হাউসের
সম্প্রতি আমেরিকায় বেশকিছু ভারতীয় পড়ুয়াদের ওপর হামলার কথা প্রকাশ্যে আসে। গত কয়েক সপ্তাহে অন্তত ৪ জন পড়ুয়ার ওপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন ভারতীয় এবং ভারতীয় আমেরিকান ছাত্রদের উপর হামলা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
এদিন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি জানান, “দেশের বিভিন্ন অংশে ভারতীয় এবং ভারতীয় আমেরিকান ছাত্রদের ওপর যে একাধিক হামলার ঘটনা সামনে এসেছে তা গ্রহণযোগ্য নয়। জাতি,লিঙ্গ,ধর্ম বা অন্য কোন কারণের ওপর ভিত্তি করে হিংসা ছড়ানোর ঠিক নয়”। এছাড়াও তিনি বলেন, “আমরা রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ধরণের আক্রমণগুলিকে আটকানোর চেষ্টা করছি”।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বেশকিছু ভারতীয় ছাত্রদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বিবেক সাইনি নামে এক ছাত্র আমেরিকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত। জানুয়ারী মাসে জর্জিয়ার লিথোনিয়াতে এক মাদকাসক্তের আক্রমণে মারা যায় ওই পড়ুয়া । ইন্ডিয়ানা ওয়েসলিয়ান ইউনিভার্সিটির একজন ভারতীয় ছাত্র সৈয়দ মাজাহির আলী ফেব্রুয়ারিতে হেনস্তার শিকার হন। এছাড়াও ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-চ্যাম্পেইনের পড়ুয়া আকুল ধাওয়ান এবং পারডু ইউনিভার্সিটির নীল আচার্যর মৃত্যুর খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, সম্ভবত জানুয়ারী মাসের এক রাতে কম তাপমাত্রা থাকায় দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গিয়েছিলেন। সিনসিনাটির লিন্ডনার স্কুল অফ বিজনেসের এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্র শ্রেয়াস রেড্ডি বেনিগেরিকে এই মাসে ওহাইওতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের নেতা অজয় জৈন ভুটোরিয়া জানান,”ছাত্রদের মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলি উদ্্বেক জনক। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা পড়ুয়াদের বাড়তি সুরুক্ষা দেওয়ার প্রয়োজন।“
উল্লেখ্য কদিনআগে ক্যালিফোর্নিয়ায় একজন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ -তার স্ত্রী এবং চার বছর বয়সী যমজ সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে জানা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে নিজেদের বাড়িতে আনন্দ সুজিত হেনরি(৪২) তার স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কা(৪০) এবং তাদের যমজ ছেলে নোয়া এবং নিথানকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সোমবার পুলিশ যখন তল্লাশির জন্য তাঁদের বাড়িতে যায় তখন দম্পতিকে বাথরুমের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় এবং একটি বেডরুমে শিশুদের মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। পুলিশের অনুমান ,হেনরির কাছে থাকা আইনত 9 মিমি হ্যান্ডগানটি দিয়েই তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের হত্যা করেছে। যদিও হত্যার পিছনে কি কারন জানা যায়নি।
Trending Tag