Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
New Jersey incident: নিউজার্সির এক বহুতলে আগুন, ভারতীয়দের সুরক্ষিতস্থানে সরানো হল
বৃহস্পতিবার নিউজার্সির এক বহুতল আবাসনে আগুন লাগার ঘটনা সামনে আসে।জানা যাচ্ছে, প্রথমে ওই আবাসনের বেসমেন্ট এ আগুন লাগে।এরপর আগুন প্রথম এবং দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত ছাদ অবধি আগুন ছড়িয়ে যায়।
শুক্রবার নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের (The Consulate General of India in New York) তরফে এক্স হ্যান্ডেলে এক বিবৃতি দিয়ে জানানো হয়,”প্রায় ১৫জন ভারতীয় যাদের মধ্যে পড়ুয়াদের সংখ্যাই বেশি এই অগ্নিকান্ডের জেরে বাড়ি ছাড়া হয়েছেন।ঘটনাটি জানতে পেরে ভারতীয় শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তর করে দেওয়া হয়েছে। এছাড়াও তাঁদের থাকার ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি প্রদান সহ সমস্ত সাহায্য করা হচ্ছে”। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজার্সি শহরের মুখপাত্র কিম্বার্লি ওয়ালেস-স্ক্যালসিওন জানান, “ যখন দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন ততক্ষনে আগুন প্রথম এবং দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়েছিল”।
আগুন ছড়িয়ে পড়ায় ওই বহুতলের পাশের বাড়িটির ছাদও ক্ষতিগ্রত হয়েছে। আমেরিকান রেড ক্রস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই বহুতলের ১৪ জন বাসিন্দা যারা পুরো ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের সবরকম সাহায্য করতে এগিয়ে এসেছে বলে জানা যাচ্ছে। বাসিন্দাদের বা অগ্নিনির্বাপকদের কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই আমেরিকায় ভারতীয়দের উপর হামলার ঘটনা সামনে আসছে। যারমধ্যে ভারতীয় পড়ুয়াদের সংখ্যাই বেশি। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতীয় এবং ভারতীয় আমেরিকান ছাত্রদের উপর হামলা ঠেকাতে কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।
সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ৫ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পারডু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয়-আমেরিকান সমীর কামাথ নামে এক ছাত্র নিজেই নিজের মাথায় গুলি করে আত্মাহত্যা করেছেন বলে জানা যায় ।কিছুদিন পর ওই কলেজেরই আরেক ছাত্র নীল আচার্যকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে মৃত অবস্থায় পাওয়া যায়। গত ১৬ জানুয়ারি হরিয়ানার ২৫ বছর বয়সি ছাত্র বিবেক সাইনিকে জর্জিয়ার লিথোনিয়ায় একজন ব্যক্তি কুপিয়ে হত্যা করেছিল। আকুল ধাওয়ান নামে আরও এক ভারতীয় ছাত্রকে গত জানুয়ারিতে ইলিনয় ইউনিভার্সিটি অফ আরবানা-চ্যাম্পেইনের বাইরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়াও, ভারতীয় বংশোদ্ভুত বিবেক তানেজাকে ওয়াশিংটনের একটি রেস্তরাঁর বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল।
Joe Biden: আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের উপর হামলার বিষয়ে কড়া বার্তা হোয়াইট হাউসের
সম্প্রতি আমেরিকায় বেশকিছু ভারতীয় পড়ুয়াদের ওপর হামলার কথা প্রকাশ্যে আসে। গত কয়েক সপ্তাহে অন্তত ৪ জন পড়ুয়ার ওপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ,মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন ভারতীয় এবং ভারতীয় আমেরিকান ছাত্রদের উপর হামলা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
এদিন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি জানান, “দেশের বিভিন্ন অংশে ভারতীয় এবং ভারতীয় আমেরিকান ছাত্রদের ওপর যে একাধিক হামলার ঘটনা সামনে এসেছে তা গ্রহণযোগ্য নয়। জাতি,লিঙ্গ,ধর্ম বা অন্য কোন কারণের ওপর ভিত্তি করে হিংসা ছড়ানোর ঠিক নয়”। এছাড়াও তিনি বলেন, “আমরা রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ধরণের আক্রমণগুলিকে আটকানোর চেষ্টা করছি”।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বেশকিছু ভারতীয় ছাত্রদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বিবেক সাইনি নামে এক ছাত্র আমেরিকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত। জানুয়ারী মাসে জর্জিয়ার লিথোনিয়াতে এক মাদকাসক্তের আক্রমণে মারা যায় ওই পড়ুয়া । ইন্ডিয়ানা ওয়েসলিয়ান ইউনিভার্সিটির একজন ভারতীয় ছাত্র সৈয়দ মাজাহির আলী ফেব্রুয়ারিতে হেনস্তার শিকার হন। এছাড়াও ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-চ্যাম্পেইনের পড়ুয়া আকুল ধাওয়ান এবং পারডু ইউনিভার্সিটির নীল আচার্যর মৃত্যুর খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, সম্ভবত জানুয়ারী মাসের এক রাতে কম তাপমাত্রা থাকায় দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গিয়েছিলেন। সিনসিনাটির লিন্ডনার স্কুল অফ বিজনেসের এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্র শ্রেয়াস রেড্ডি বেনিগেরিকে এই মাসে ওহাইওতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের নেতা অজয় জৈন ভুটোরিয়া জানান,”ছাত্রদের মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলি উদ্্বেক জনক। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা পড়ুয়াদের বাড়তি সুরুক্ষা দেওয়ার প্রয়োজন।“
উল্লেখ্য কদিনআগে ক্যালিফোর্নিয়ায় একজন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ -তার স্ত্রী এবং চার বছর বয়সী যমজ সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে জানা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে নিজেদের বাড়িতে আনন্দ সুজিত হেনরি(৪২) তার স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কা(৪০) এবং তাদের যমজ ছেলে নোয়া এবং নিথানকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সোমবার পুলিশ যখন তল্লাশির জন্য তাঁদের বাড়িতে যায় তখন দম্পতিকে বাথরুমের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় এবং একটি বেডরুমে শিশুদের মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। পুলিশের অনুমান ,হেনরির কাছে থাকা আইনত 9 মিমি হ্যান্ডগানটি দিয়েই তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের হত্যা করেছে। যদিও হত্যার পিছনে কি কারন জানা যায়নি।
Donald Trump : ফের বড় জয় ট্রাম্পের, ছিনিয়ে নিতে পারেন বাইডেনের গদি!
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কি জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছে? সেই সম্ভাবনা উসকে দিয়ে নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতে জয় পেলেন ট্রাম্প। অন্যদিকে এই আসনে কোনও প্রচার না করেই জিতে গেলেন বাইডেনও। ফলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই প্রার্থীর মধ্যে লড়াই জমতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে আইওয়া আসনেও জয় পেয়েছিলেন ট্রাম্প। এদিনও জয়ী তিনি। তাঁর জয়ে আর এক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি পিছিয়ে পড়লেন দৌড়ে। তাঁর প্রাপ্ত ভোট ৪৬.৬ শতাংশ। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৫২.৩ শতাংশ ভোট। ২০১৬ সালে হিলারি ক্লিন্টন ও ২০২০ সালে জো বাইডেনকে এই আসনে হারিয়ে দিয়েছিলেন ট্রাম্প।