King Charles III : ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
রাজার অসুখ! মারণ রোগে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (King Charles III)। ৭৫ বছর বয়সী কিং চার্লসের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। সোমবার বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি প্রস্টেটের চিকিৎসা চলকালীন রাজার ক্যানসার ধরা পড়ে। যদিও চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত নয় বলেই জানানো হয়েছে।
সাত দশকেরও বেশি সময় ধরে ব্রিটেনের সিংহাসনে বসার অপেক্ষা করেছিলেন রাজা তৃতীয় চার্লস। তবে রাজ্যাভিষেকের ছয় মাসের মধ্যেই এল দুঃসংবাদ। বাকিংহাম প্যালেস তরফে জানানো হয়েছে ,রাজার ক্যানসারের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে।
প্রসঙ্গত, তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয়েছিল চার্লসের। তবে নতুন বছরের প্রথম দিকেই বেশ অসুস্থ ছিলেন রাজা চার্লস। এই আবহে গত জানুয়ারিতে তিনদিন হাসপাতালে ছিলেন তিনি। সেখানে প্রস্টেটের চিকিৎসা চলাকালীন ধরা পড়ে যে তাঁর শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। এই অবস্থায় রাজার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান ব্রিটিশ রাজনীতিবিদরা। এমনকী, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে রাজ পরিবারের টুইট রিটুইট করে তিনি লেখেন, "সমগ্র ভারতবাসীর তরফে আমি রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের কামনা করছি।"
বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কিং চার্লস। চিকিৎসকেরা তাঁকে আপাতত সমস্ত কাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। তবে তাঁর চিকিৎসায় দ্রুত পদক্ষেপ করার জন্য চিকিৎসক-সহ হাসপাতালের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ব্রিটেনের রাজা। তাঁর চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণভাবে কাজে ফেরার জন্য তিনি উন্মুখ বলেও জানিয়েছেন প্রিন্স চার্লস। এদিকে, চার্লসের অনুপস্থিতিতে রাজকাজ কে চালাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, জনসমক্ষে না এলেও প্রাসাদে থেকে সরকারি নথি দেখার কাজ আগের মতোই চালিয়ে যাবেন চার্লস।
তবে গোটা ইংল্যান্ড তাকিয়ে এখন যুবরাজ হ্যারির দিকে। পরিবার ভাগ হওয়ার পর স্ত্রী মেগানকে নিয়ে এখন মার্কিন মুলুকেই থাকেন যুবরাজ। তবে জানা গিয়েছে, বাবার অসুখের খবর পেয়ে বাড়ি ফিরছেন চার্লস পুত্র। ইতিমধ্যে প্রিন্স হ্যারি এবং মেঘান মার্কেলের সঙ্গে কিং চার্লসের ফোনে কথা হয়েছে বলেও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
Trending Tag
King Charles III : ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস