Tuesday, October 22, 2024

Logo
Loading...
upload upload upload

Kolkata Weather Report : সরস্বতী পুজোর সময় কি বঙ্গে শীত ফিরবে? কী বলছে হাওয়া অফিস 

Maitreyi Mukherjee | 10:55 AM, Wed Feb 07, 2024

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গ থেকে শীত (Kolkata Winter) প্রায় উধাও হয়ে গিয়েছে। বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে আজ সকাল থেকে আবারও কলকাতায় (Kolkata Weather) শীতের আমেজ কিছুটা হলেও ফিরেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

সরস্বতী পুজোর সময় কি ঠান্ডা থাকবে?

এদিকে সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু, এবার সেই সময় শীতের আমেজ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বঙ্গবাসীর মনে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহান্তে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামী দু'দিন সকালে হালকা কুয়াশা থাকবে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার মেঘলা আকাশের সম্ভাবনা। সেই দিন থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে, আজ ও আগামীকাল দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের (Darjeeling Weather) বাকি অংশে এই দু'দিন বৃষ্টি চলবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে। বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর দার্জিলিং জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।


upload
upload