Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

West Bengal Weather :  বৃষ্টির দাপটে শীত উধাও বঙ্গে, সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা

Maitreyi Mukherjee | 11:45 AM, Fri Feb 02, 2024

বঙ্গ থেকে কার্যত উধাও শীত (Winter)। হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে তাপমাত্রা। এদিকে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতেও বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Winter Weather) সব জেলায়। তবে শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

কলকাতার আবহাওয়া
কয়েকদিন আগেও কনকনে ঠান্ডার অনুভূতি ছিল কলকাতায় (Kolkata Winter)। কিন্তু, হঠাৎই চলতি সপ্তাহ থেকে শীতের দেখা পাওয়া যাচ্ছে না তিলোত্তমায় (Kolkata Rain)। বৃষ্টির ফলে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার হলেও বঙ্গে আর নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। এর ফলে ধরে নেওয়া যেতেই পারে যে তাহলে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত। এদিকে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়ায়। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, (Darjeeling Weather) কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শনিবার থেকে তাপমাত্রা পরিবর্তন হলেও, দার্জিলিংয়ে (North Bengal Winter Weather) আগামী পাঁচদিন বৃষ্টি বজায় থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

রাজ্যে বৃষ্টির পরিস্থিতি কেন?
একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। তার জেরেই রাজ্যের সর্বত্রই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। কিন্তু, শীতের আর দেখা পাওয়া যাবে না। তার জেরে মন খারাপ বঙ্গবাসীর। 

upload
upload