Mamata Banerjee vs Congress : মমতাকে ফোন খাড়গের, অব্যাহত জোটের জট
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ভোটের আগে অন্তত বাংলায় কোনও জোটে তিনি নেই। লোকসভা নির্বাচনে বাংলার সবকটি আসনে একাই লড়বে তৃণমূল। আসন ভাগাভাগি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কিন্তু কংগ্রেস যে মমতাকে জোটে রাখতে মরিয়া, তা স্পষ্ট হয়ে যাচ্ছে নেতাদের কথায়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ আগেই বলেছেন মমতাকে ছাড়া জোট অসম্ভব। আর এবার সেই রাজনৈতিক জল্পনার মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা ফোন করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জয়রাম রমেশ বলেন, "আমাদের লক্ষ্য ইন্ডিয়া জোট গঠন করে বিজেপিকে হারানো। মমতাকে ছাড়া আমরা বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারব না। বিরোধী জোটের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে মমতার বড় ভূমিকা রয়েছে।"
Trending Tag