Friday, April 04, 2025

Logo
Loading...
upload upload upload

Vadodara Boat Capsize : পিকনিকে যাওয়াই কাল হল, গুজরাটে নৌকাডুবিতে মৃত ১৪

Mayuri Datta | 11:09 AM, Fri Jan 19, 2024

স্কুলের পিকনিকে যাওয়াই কাল হল। ঘরে ফিরল না ১৪ জন। গুজরাটের বরোদায় হর্নি লেকে নৌকাডুবিতে প্রাণ গেল তাদের। মৃত্যু হয়েছে দুই শিক্ষকেরও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন উপযুক্ত বন্দোবস্ত না করে পড়ুয়াদের ঝুঁকিপূর্ণভাবে পিকনিকে নিয়ে যাওয়া হল। বৃহস্পতিবার লেকে বোটিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, নৌকার ভারবহন ক্ষমতার থেকে অনেক বেশী জন ওঠাতেই হ্রদে উল্টে যায় সেটি। কারও কাছে লাইফ জ্যাকেটও ছিল না। বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় উদ্ধার করা গিয়েছে ১০ জনকে। ঘটনায় এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। এই ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

upload
upload