France President : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস,আসছেন প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রোঁ
এবছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আজই জয়পুর বিমানবন্দরে অবতরণ করবে তাঁর বিমান। তারপর অতিথিকে একাধিক জায়গা পরিদর্শনে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অতিথিকে নিয়ে প্রধানমন্ত্রী যাবেন যন্তর মন্তরে। পাশাপাশি রাজস্থানের আমের ফোর্টেও যাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থানের জয়পুরের যন্তর-মন্তরকে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। সেটি ঘুরে দেখার পর হাওয়া মহল পর্যন্ত রোড শো করবেন তাঁরা। সেখানে কেনাকাটা করার পরিকল্পনা রয়েছে অতিথিদের। সূত্রের খবর রাজস্থানের জনপ্রিয় ব্লু-পটারি কিনবেন তাঁরা। তারপর রামবাগ প্যালেসে হবে নৈশভোজ।
Trending Tag