Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Republic Day: ইতিহাস গড়তে চলেছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, কেন জানেন কী?

Mayuri Datta | 10:54 AM, Thu Jan 25, 2024

ঐতিহাসিক হতে চলেছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। এবছরের কুচকাওয়াজে থাকছে একেবারে নতুন অধ্যায়। দেশবাসী প্রত্যক্ষ করতে চলেছেন দিল্লির এক অভিনব কুচকাওয়াজ। যা আগে কখনো দেশ দেখেনি।  এই প্রথমবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে মহিলা সশক্তিকরণের  প্রদর্শন থাকছে। যা  অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সর্বত্র নারী ক্ষমতায়নকেই তুলে ধরা হবে। সে কথাই জানালেন ভারতীয় সেনার মেজর জেনারেল সুমিত মেহতা। তিনি বলেন, ‘‘এবছরের কুচকাওয়াজ নারী-কেন্দ্রিক। থিম হল— ‘বিকশিত ভারত’ এবং ‘গণতন্ত্রের পীঠস্থান ভারত’।’’

upload
upload