PM Narendra Modi : ‘মোদীর গ্যারান্টি মানে...’, UAE থেকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার ডাক মোদীর
সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে একের পর এক মাস্টারস্ট্রোক দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দু'দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন তিনি। আর সেখানেই একদিকে যেমন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তেমনই আবার তৃতীয়বার ক্ষমতায় ফেরার আত্মবিশ্বাসও জাহির করলেন। “আহলান মোদী” নামক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তিনি। বলেন, "আবু ধাবিতে আপনারা ইতিহাস তৈরি করেছে। আরবের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই এসেছেন। এই ঐতিহাসিক স্টেডিয়ামে সবার মনে এখন একটাই অনুভূতি কাজ করছে। ভারত-সংযুক্ত আরব আমিরশাহির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। আজ আমি নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। একইসঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের বার্তাও এনেছি। সেই বার্তাটি হল-ভারত আপনাদের উপর গর্বিত।"
তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসে এই সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেন মোদী। পাশাপাশি মধ্য প্রাচ্যের সঙ্গে মজবুত সম্পর্ক করার জন্য তিনি প্রবাসী ভারতীয়দেরই ধন্যবাদ। প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রতিবারই মোদী গ্যারান্টি কাজ করবে। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বন্ধুত্বকে প্রশংসা করার সময় এটা।”
প্রথমবার সংযুক্ত আরব আমিরশাহি আসার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নমো বলেন, “তিন দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহি সফর ছিল। কূটনীতির জগত তখন আমার কাছে নতুন ও অচেনা ছিল। সেই সময় আমায় বিমানবন্দরে স্বাগত জনাতে এসেছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স। উপস্থিত ছিলেন আজকের প্রেসিডেন্ট ও তাঁর পাঁচ ভাইও। ওঁদের চোখে যে সৌজন্য ও ঔজ্বল্য দেখেছিলাম, তা আমি কখনও ভুলব না। ওই অভ্যর্থনা শুধু আমার জন্য ছিল না, ১৪০ কোটি ভারতীয়ের জন্য ছিল।”
বুধবার আবুধাবিতে বাপস হিন্দু মন্দির উদ্বোধন করবেন মোদী। তার জন্য এখন থেকেই সাজোসাজো রব সেখানে। পাশাপাশি আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাদাভাবে দেখা করেন মোদী। তাঁদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন, “আবু ধাবিতে ভারতীয় মণ্ডলীর অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত।” এছাড়া সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আলি নাহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদী।
Trending Tag
PM Narendra Modi : ‘মোদীর গ্যারান্টি মানে...’, UAE থেকে তৃতীয়বার ক্ষমতায় ফেরার ডাক মোদীর