Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

iran

Sandeshkhali incident: সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক স্মৃতি ইরানি


বিগত কদিন ধরে উত্তাল সন্দেশখালি। ইতিমধ্যে সেখানে জারি হয়েছে ১৪৪ ধারা। বঙ্গের রাজনীতিতে তার আঁচ পড়েছে যথেষ্ট।আজ সকালে গোটা পরিস্থিতির হাল হকিকত খতিয়ে দেখতে জান স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস।এরমাঝেই সোমবার সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখনানেই “বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের গুন্ডারা হিন্দু পরিবারের অল্পবয়সী মেয়েদের ধর্ষণ করছে' বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।


স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগের ঘটনা সামনে আসায় নিন্দার ঝড়ের মুখে পড়েছে রাজ্য। অভিযোগের তীর তৃণমূল জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান ও তাঁর শাগরেদ বিরুদ্ধে। রেশন দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা অভিযোগ করেছেন তাঁদের রাতে তৃণমূলের অফিসে টেনে নিয়ে যায় শাহজাহানবাহিনী তারপর সারারাত চলে যৌন নির্যাতন। সেই ভিডিও এর সূত্র ধরে বিজেপি নেত্রী বলেন,"অল্প বয়সী হিন্দু বিবাহিত মহিলাদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে”।

এদিন স্মৃতি কটাক্ষর সুরে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার দলের ছেলেদের হিন্দু বিবাহিত নারীদের তুলে নিয়ে গিয়ে টিএমসি অফিসে রাতের পর রাত ধর্ষণের অনুমতি দিচ্ছেন” নাগরিক হিসেবে আমরা কি নীরব দর্শক হয়ে থাকতে পারি?



গত কয়েকদিন ধরে, সন্দেশখালীতে বিপুল সংখ্যক নারী লাঠি ও ঝাড়ু হাতে বিক্ষোভ দেখাচ্ছেন, অভিযোগ করেছেন যে শেখ শাহজাহান ও তার "দল" জোরপূর্বক জমি দখল করেছে, এবং তাদের যৌন শোষণ করেছে। গত মাসে রেশন কেলেঙ্কারির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল তার বাড়িতে অভিযান চালাতে যাওয়ার পর থেকে পলাতক  শাহজাহান। সেদিন ইডির ওপর হামলা চালায় তাঁর বাহিনী। এমনকি ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা পেত না বলে অভিযোগ করেন তাঁরা। ভয়ে কিছু বলতে পারতেন না তাঁরা,  মুখ খুলতে গেলে মিলত প্রাননাশের হুমকি। এখনও অধরা শাহজাহান যদিও গ্রামবাসীদের দাবি, গ্রামেই আছে শাহজাহান।  


আজ সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং দলের অন্যান্য বিধায়কদের নিয়ে সন্দেশখালিতে ঢুকতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়।



রাজ্জ্যপাল আজ সন্দেশখালি পরিদর্শনে যান। গ্রামবাসীদের অভিযোগ শোনেন এবং আশ্বাস দেন তাঁর ক্ষমতা অনুযায়ী তিনি যতটা সম্ভব সাহায্য করবেন।


রাজ্যপালের সফরকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেছেন যে, "হিংসায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।রাজ্য মহিলা কমিশনও এলাকা পরিদর্শন করেছে এবং মানুষের সঙ্গে কথা বলেছে”।





Bengal Hour Bureau | 22:07 PM, Mon Feb 12, 2024

Iran – Pakistan Conflict : পাকিস্ত্বানে ফের হামলা করতে পারে ইরান, আগাম সতর্কতা ইসলামাবাদে

ইরানে অতর্কিতে হামলার পর এবার পাকিস্তানে সতর্কতা জারি। পাকিস্তানে যে কোনও মুহূর্তে ফের হামলা চলতে পারে, আশঙ্কা করা হচ্ছে। ফলে পাকিস্তান জুড়ে জারি করা হয়েছে উচ্চ পর্যায়ের সতর্কতা। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই সতর্কতা জারি করা হয়েছে।  তেহরান যে কোনও মুহূর্তে ফের পাকিস্তানের যে কোনও জায়গায় বিমান হামলা চালাতে পারে। সেই কারণে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে পাক বিদেশ মন্ত্রকের তরফে।

সম্প্রতি বালোচিস্তানে হামলা চালাায় ইরানের সেনা। বালোচিস্তানে জইশ-উল-আদালের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। ইরানের ওই হামলার পর তা বেআইনি বলে দাবি করে পাকিস্তান। শুধু তাই নয়, বৃহস্পতিপবার ভোরে অতর্কিতে পাকিস্তান হামলা চালায় ইরানে। যার জেরে পরপর ৯ জনের মৃত্যু হয়।

Mayuri Datta | 12:03 PM, Fri Jan 19, 2024

PAKISTAN HITS IRAN: ইরানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের

বালুচিস্তানে হামলার বদলা নিতে ইরানে প্রত্যাঘাত চালাল পাকিস্তান। ইরানে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান।  ইরানের ভূখণ্ডের মধ্যে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পালটা আঘাতের পরে দুই দেশের কূটনৈতির সম্পর্কে ফাটল ধরেছে । ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাক সরকার।

বুধবার বালোচিস্তানে জইশ-উল-আদাল নামে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছিল তেহরানের। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালানো হয় পাক সেনার তরফে। যার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Mayuri Datta | 10:37 AM, Thu Jan 18, 2024

Iran Strikes In Pakistan : পাকিস্তানে লাগাতার মিসাইল হামলা ইরানের, চাপে ইসলামাবাদ

ইরাকের পর এবার ইরান। পাকিস্তানে বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে মুর্হুমুহু মিসাইল হামলা চালাল ইরান। তার জেরে দুটি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। যদিও পাক সরকারের দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। মিসাইল হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সফরের পরেই পাকিস্তানে আক্রমণ চালাল ইরান। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা। মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি টিভি চ্যানেলও।

Mayuri Datta | 12:06 PM, Wed Jan 17, 2024
upload
upload