PAKISTAN HITS IRAN: ইরানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের
বালুচিস্তানে হামলার বদলা নিতে ইরানে প্রত্যাঘাত চালাল পাকিস্তান। ইরানে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। ইরানের ভূখণ্ডের মধ্যে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পালটা আঘাতের পরে দুই দেশের কূটনৈতির সম্পর্কে ফাটল ধরেছে । ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাক সরকার।
বুধবার বালোচিস্তানে জইশ-উল-আদাল নামে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছিল তেহরানের। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালানো হয় পাক সেনার তরফে। যার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
Iran Strikes In Pakistan : পাকিস্তানে লাগাতার মিসাইল হামলা ইরানের, চাপে ইসলামাবাদ
PAKISTAN HITS IRAN: ইরানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের
Iran – Pakistan Conflict : পাকিস্ত্বানে ফের হামলা করতে পারে ইরান, আগাম সতর্কতা ইসলামাবাদে
Sandeshkhali incident: সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক স্মৃতি ইরানি