Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Nitish Kumar : বিহারে শুরু আস্থা ভোট, সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে আশাবাদী নীতীশ
সোমবার সকাল থেকে আবারও চর্চায় বিহার রাজনীতি। ইন্ডিয়া থেকে ডিগবাজি খেয়ে ফের এনডিএ জোটে নাম লিখিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নেন তিনি। সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁকে। ইতিমধ্যেই বিহার বিধানসভায় আস্থা ভোট শুরু হয়ে গিয়েছে।
যদিও আস্থা ভোট নিয়ে আশাবাদী জেডিইউ-এর সভাপতি রাজীব রঞ্জন প্রসাদ। তিনি বলেন, "নীতীশ কুমারের নেতৃত্বে আস্থা ভোটে জিতে সরকার গড়বে জেডিইউ।" এদিকে আস্থা ভোটের আগে রবিবার কড়া নিরাপত্তায় আরজেডি বিধায়কদের নিয়ে যাওয়া হয় আরজেডি নেতা তেজস্বি যাদবের বাড়িতে। সেখানে দলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। আরজেডির অভিযোগ, রাতে তাঁদের দলীয় বিধায়কদের ভাঙানোর চেষ্টা করে পুলিশ। তেজস্বির বাড়ি ঘিরে ফেলে জোর করে সেখানে পুলিশ ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে আরজেডির মুখপাত্র শক্তি সিং যাদব বলেন, “স্বাধীন রাষ্ট্রে কোনও রাজ্যে এমনটা কোনও দিন হয়নি। বিজেপি করলে সব ঠিক, আর আমরা করলেই ভুল?” যদিও এই ঘটনা নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপিকে। শাহনাওয়াজ বলেন, “পুলিশ তার কাজ করছে। যদি তেজস্বি মনে করে তিনি তাঁর বাড়িতে বিধায়কদের আটকে রেখে দেবেন তাহলে তো পুলিশ তাঁর বাড়ি যাবেই।”
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভাঙন ধরছে বিরোধীদের ইন্ডিয়া জোটে। প্রশ্ন উঠছে জোটের ভবিষ্যৎ নিয়ে। ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারি ছিলেন নীতীশ। জোটের বৈঠকের আয়োজন করা থেকে শুরু করে, বিভিন্ন দলের নেতৃদের সঙ্গে সাক্ষাৎ করা সবই করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু, ধোপে টেকেনি কোনও কিছুই। যদিও নীতীশের দাবি, ইন্ডিয়া জোটের কোনও ভবিষ্যৎ নেই। মতানৈক্যের অভাব রয়েছে দলের মধ্যে। বার বার বলেও কোনও লাভ হয়নি। সেই কারণেই বাধ্য হয়ে ইন্ডিয়া জোট ছাড়েন তিনি। তারপর আবারও এনডিএ জোটের হাত ধরেন।
এদিকে এই ঘটনার জেরে ঝড় বয়ে গিয়েছে বিহারের রাজনীতিতে। ২০২০ সালে এনডিএ-তে ছিলেন নীতীশ। তারপর ফের শরিক বদল করেন তিনি। এনডিএ-র সঙ্গে জোট ভেঙে লালু প্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে হাত মিলিয়ে আবারও বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। কিন্তু, তারপর ২ বছরও কাটল না। তার আগেই ফের আরজেডির সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নেন নীতীশ। পাল্টি খেয়ে আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাত ধরেন তিনি। ২৮ জানুয়ারি বিহারের জোট সরকার ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এই মুহূর্তে বিহার বিধানসভার ২৪৫ জন বিধায়কের মধ্যে জেডিইউ এর ৪৫ জন সদস্য আছে। এছাড়া বিজেপি ও হিন্দুস্তানি আওয়ামী মোর্চা সেকুলার দলের ৭৯ ও ৪ জন করে বিধায়ক আছে। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য নীতীশের প্রয়োজন ১২২ জন বিধায়ককে। এনডিএ শরিকদের সঙ্গে জোট সরকারের অনায়াসেই নীতীশের জেডিইউ ম্যাজির ফিগারে পৌঁছতে পারবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
Nitish Kumar : নীতিশের শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নিলেন আরও ৬ জন
বিহার বিজেপির সভাপতি এবং বিধান পরিষদের সদস্য সম্রাট চৌধুরী রবিবারই শপথ নিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে। তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজয় কুমার সিনহাও। রবিবারই বিহারের বিধানসভার বিজেপি বিধায়কদের দলের নেতা নির্বাচিত হন সম্রাট চৌধুরী। সেখানে স্থির করা হয় তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে।
দুই ডেপুটি মুখ্যমন্ত্রী ছাড়াও রবিবার নীতীশ কুমারের সঙ্গে শপথ নিয়েছেন ৬ জন মন্ত্রী যাদের মধ্যে JDU থেকে রয়েছেন বিজয় কুমার চৌধুরী, দ্বিজেন্দ্রপ্রসাদ যাদব। বিজেপির মন্ত্রী হিসাবে শপথ নেন প্রেম কুমার, হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি ডঃ সন্তোষ কুমার সুমন, JDU -র শ্রাবণ কুমার এবং এক নির্দল বিধায়ক সুমিত কুমার এদিন শপথ নেন নীতীশের মন্ত্রিসভায়।
Nitish Kumar : ‘এতদিন চুপ ছিলাম আমি’, ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক নীতীশ
রবিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। রবিবার সকালে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের হাতে ইস্তফাপত্র তুলে দেন। ইস্তফা দেওয়ার পরই রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম। আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি। পুরনো গঠবন্ধন ভেঙে নয়া জোটে যাব। বিগত দেড় বছর ধরে যে জোট ছিল, তা আমার সঠিক বলে মনে হয়নি। যেভাবে অভিযোগ আসছিল, তা জনগণের খারাপ লাগছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম।”
Nitish Kumar : মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, বিকেলেই ফের শপথ
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকাল ১১টা নাগাদ বিহারের রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন। বিকেলেই তিনি এনডিএ-তে যোগ দিতে পারেন। তারপর ফের শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে। রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, “মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। দলের মতামত নিয়েই ইস্তফা দিয়েছি। আগের জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব। ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে আলোচনা কী কী না করেছি, কিন্তু কিছুই হচ্ছে না।” উল্লেখ্য, ২০২২ সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন। দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরবেন নীতীশ।
NITISH KUMAR : বিজেপির এনডিএ তে নীতিশ কুমার ? জল্পনা তুঙ্গে
বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে বিহারে জেডিইউ এবং আরজেডির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, আগামী ২, ৩ দিনের মধ্যে নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত জেডিইউয়ের তরফে যেমন কোনও মন্তব্য করা হয়নি, তেমনি নীতিশ নিজেও কোনও কথা বলেননি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারে যে জোরদার রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, তা কার্যত স্পষ্ট।