Saturday, April 05, 2025

Logo
Loading...
upload upload upload

NITISH KUMAR : বিজেপির এনডিএ তে নীতিশ কুমার ? জল্পনা তুঙ্গে

Mayuri Datta | 16:28 PM, Fri Jan 26, 2024

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে বিহারে জেডিইউ এবং আরজেডির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, আগামী ২, ৩ দিনের মধ্যে নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত জেডিইউয়ের তরফে যেমন কোনও মন্তব্য করা হয়নি, তেমনি নীতিশ নিজেও কোনও কথা বলেননি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিহারে যে জোরদার রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, তা কার্যত স্পষ্ট।

upload
upload