Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Pregnant In Bengal Jails : রাজ্যের বহু জেলেই অন্তঃসত্ত্বা বন্দিরা! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
রাজ্যের বিভিন্ন জেলেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা। রাজ্যের একাধিক জেল পরিদর্শনের পর এক আইনজীবী কলকাতা হাইকোর্টে এই বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছেন। এমনকী বিভিন্ন জেলে এভাবে ১৯৬ জন সন্তানের জন্ম হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে আদালতে। মায়ের সঙ্গে জেলেই রয়েছে সন্তানরাও।
সংশোধনাগারে মহিলাদের এই পরিস্থিতি নিয়ে হাইকোটে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আদালত তরফে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ এই রিপোর্ট পেশ করেন। রিপোর্টে ভঞ্জ সংশোধনাগারের পুরুষ কর্মচারীদের মহিলা সেলে প্রবেশের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করার অনুরোধ করেছেন। এনিয়ে আদালতের পর্যবেক্ষণ, "মহিলা বন্দিরা হেফাজতে থাকাকালীন গর্ভবতী হচ্ছেন। বিষয়টি বেশ গুরুতর।" এরপরই আদালত মামলাটি ফৌজদারি বিষয়ের মামলা বলে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করে। এই মামলার পরবর্তী শুনানি সোমবার।
হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ২০১৮ সালে রাজ্যের সংশোধনাগারগুলিতে অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল। সম্প্রপ্তি কারাগার পরিদর্শনে যান আই জি কারাবিভাগ। সঙ্গে ছিলেন আদালতবান্ধবরা। সেখানেই তাঁরা দেখেন জেলে কয়েকজন বন্দি গর্ভবতী এবং ১৫জন শিশু জেলে মায়ের সঙ্গে রয়েছে। সেখানেই দিন কাটাচ্ছে তারা। সেই রিপোর্টই বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কারা এই অভিযোগ করেছেন জানি না। নির্দিষ্ট কোনও সংশোধনাগারের কথা উল্লেখ করেননি। উল্লেখ করলে দেখব। রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার আছে, যেখানে পরিবারের সঙ্গে থাকতে পারেন বন্দিরা। সেখানে ঘটেছে কি না, সেটাও দেখতে হবে। দফতরে এই ধরনের অভিযোগ কখনও আসেনি। আলিপুর বাদে সব জায়গায় মহিলা পুরুষ আলাদা সেল আছে।”
এদিকে, এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। ইস্যুটি বিধানসভাতেও তোলা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি ওই অভিযোগকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ধর্ষণের ঘটনা ঘটেছে জেলে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও সরব হয়েছে অগ্নিমিত্রা। বামেদের দাবি, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই ভয়াবহ। কারণ জেলেও যদি মহিলাদের নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় থাকবে? কোথাও তাঁদের কোনও নিরাপত্তা নেই। এখন জেলেও নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা।
Supreme Court: দুই বিচারপতির দ্বন্দ্বের জেরে মেডিক্যালে ভর্তি মামলা সরল সুপ্রিম কোর্টে
কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের জের। মেডিক্যালে ভর্তি মামলা সরল সুপ্রিম কোর্টে। আগামী ৩ সপ্তাহ পর শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যে মামলার সব পার্টিকে আদালতে হলফনামা জমা দিতে হবে।
সুপ্রিম নির্দেশের ফলে হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের কোনও নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। এবার থেকে মেডিক্যালে ভর্তির সব মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হল।
SUPREME COURT: মেডিক্যাল দুর্নীতি মামলার তদন্তে সিবিআই তদন্তের সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে
Supreme Court: দুই বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, শনিতেই শুনানি
কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে বেনজির সংঘাত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জল গড়াল সুপ্রিম কোর্টে। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শীর্ষ আদালতের। পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।
শনিবার আদালত ছুটির দিনেই বসবে ওই বেঞ্চ। সকাল সাড়ে ১০টা থেকে শুনানি শুরু। প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়। পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এর পরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ‘ত্রুটি’ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
Kolkata high court: মাধ্যমিকের সময়সীমা বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের
গত ১৮ জানুয়ারি পর্ষদের তরফে মাধ্যমিকের নতুন সময়সূচী প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ১২ টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে। এবার মাধ্যমিকের সময়সূচী বদলের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হল। মামলাকারীর দাবি, হঠাৎ সময় এগিয়ে আনায় অসুবিধায় পরবেন অনেক পরীক্ষার্থী। এই নিয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়। এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, নয়া নির্দেশ অনুযায়ী এই বছর মাধ্যমিক শুরু হতে চলেছে ৯টা ৪৫ মিনিট নাগাদ। এর আগে বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্ত প্রসঙ্গে সরব হয়।
Kolkata High Court On SSC : গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিট CBI-কে আদালতে পেশের নির্দেশ হাইকোর্টের
SSC নিয়োগ সংক্রান্ত মামলায় গাজিয়াবাদে থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা OMR-সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ২৪ জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। যদি পরবর্তী শুনানির দিন কোনও কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হয়, তাহলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে। এদিন সিবিআই-এর পাশাপাশি এসএসসি-র কাছে থাকা এই সংক্রান্ত সমস্ত নথিও পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই সংক্রান্ত তথ্য স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে রয়েছে। এছাড়া মামলায় যুক্ত কোনও বিতর্কিত চাকরিপ্রাপক তাঁর নিজের OMR দেখতে চাইলে, তিনি আদালতের নজরদারিতে দেখতে পারেন।
Kolkata Ram Puja: গেরুয়া শিবিরের রাম পুজোতে দিল অনুমতি হাইকোর্ট
আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রাম পুজো করার অনুমতি চেয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্য পুলিশ সেই অনুমতি দেয়নি। পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির মিডিয়া সেলের কনভেনর তুষারকান্তি ঘোষ রামের পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে যান। উচ্চ আদালত এদিন বিজেপিকে ২২ জানুয়ারি রাম পুজোর অনুমতি দিয়েছে।
Shahjahan Sk: অধরা শাহজাহান যেন ‘লাদেন’এর মেজাজে, আড়ালে বার্তা পাঠাচ্ছেন সন্দেশখালির ‘বাদশা’
সন্দেশখালি কান্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন শাহজাহান অভিযোগ ইডির আইনজীবীর।
রাজ্য পুলিশের ভূমিকায় খুশি নয় আদালত। তবে কি পরবর্তীকালে তদন্তভার যাবে সিবিআইয়ের কাঁধে? যদিও নিখোঁজ শাহজাহানের জন্য আপাতত রাজ্য পুলিশের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে দরকারে কেন্দ্রীয় সংস্থা সাহায্য করতে পারে বলেও জানিয়ে দেয় আদালত।
Suvendu Adhikary: রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের মিছিলে আপত্তি তুলে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
২২ জানুয়ারির রামলালার প্রাণপ্রতিষ্ঠা।রামমন্দিরের উদ্বোধনের দিনে আবার কলকাতাতে সংহতি যাত্রার ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই বিতর্কিত কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা দায়ের করেছেন এই মর্মে যে সংহতি যাত্রা হলে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। বুধবারই জনস্বার্থ মামলার আবেদন জানান নন্দীগ্রামে বিধায়ক। মামলায় অন্যতম পার্টি হিসেবে যুক্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। বৃহস্পতিবারই শুনানি হতে পারে এই মামলার।
Sheikh Shahjahan: মিলেছে আদালতের নির্দেশ, তড়িঘড়ি শেখ শাহাজাহানের বাড়িতে বসল সিসিটিভি
মঙ্গলবারই সন্দেশখালি কান্ডের মূল চক্রী শেখ শাহাজাহেনের বাড়িতে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পরপরই বুধবার শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসালো বসিরহাট পুলিশ। কে বা কারা বাড়িতে যাতায়াত করছে কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, শেখ শাহজাহানের এই বাড়িতেই রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের। তাঁদের ওপর হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা। গুরুতর আহত হন ৩ আধিকারিক। কিন্ত এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তৃণমূল নেতা শাহজাহানকে।