Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Shahjahan Sk: অধরা শাহজাহান যেন ‘লাদেন’এর মেজাজে, আড়ালে বার্তা পাঠাচ্ছেন সন্দেশখালির ‘বাদশা’

Mayuri Datta | 16:14 PM, Wed Jan 17, 2024

সন্দেশখালি কান্ডে অভিযুক্ত তৃণমূল নেতাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন শাহজাহান অভিযোগ ইডির আইনজীবীর।

রাজ্য পুলিশের ভূমিকায় খুশি নয় আদালত। তবে কি পরবর্তীকালে তদন্তভার যাবে সিবিআইয়ের কাঁধে? যদিও নিখোঁজ শাহজাহানের জন্য আপাতত রাজ্য পুলিশের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে দরকারে কেন্দ্রীয় সংস্থা সাহায্য করতে পারে বলেও জানিয়ে দেয় আদালত।

upload
upload