Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

lok sabha election

Mimi Chakraborty: প্রার্থী না হতে চেয়ে মমতাকে চিঠি সাংসদ মিমি চক্রবর্তীর 

সামনেই লোকসভা নির্বাচন। আর তার ঠিক আগেই তৃণমূলের অন্দরে জোর কোন্দল। একের পর এক সাংসদদের ইস্তফা নিয়ে বিপাকে তৃণমূল কংগ্রেস। কদিন আগেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ইস্তফা দেন। যদিও শেষপর্যন্ত তাঁকে মানিয়ে ধরে রেখেছেন মমতা ব্যানার্জি। এবার দেবের দেখানো পথেই হাঁটলেন আরেক তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।


গত ১৩ ফেব্রুয়ারি মমতাকে চিঠি লেখেন মিমি। এরপর বৃহস্পতিবার তাঁকে বিধানসভায় ডাকা হয়। সেইমত আজ সকালে উপস্থিত হন তিনি। সূত্রের খবর একাধিক অভিযোগ রয়েছে তাঁর চিঠিতে। চিঠিতে তিনি জানান তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। নানানভাবে বহু জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন তিনি । তবে জানা যাচ্ছে চিঠিতে কারোর নাম উল্লেখ করেনি মিমি। তবে সূত্রের খবর, নিজের দলের বিরোধী গোষ্ঠীর ওপর ক্ষোভের কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে তারকা সাংসদ। শুধু তাই নয়, করোনাকালে যাদবপুর কেন্দ্রে কী কী কাজ করেছেন, সেই কথাও চিঠিতে লিখে জানিয়েছেন মিমি।



প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবারের জন্য তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে লোকসভা ভোটে লড়েন তিনি। এরপর সিপিআই(এম) এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে সাংসদ হন অভিনেত্রী।


এদিন মিমি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “ রাজনীতি আমার জন্য না। এটা আমি বিশ্বাস করি। আমি যদি কিছু বাজে কাজ করতাম বা করেছি তাহলে তো আপনারাই সবার আগে দেখাতেন। আমি নিজের দল তো ছেড়েই দিন অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলিনি। তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে। আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ তো দিল্লিতেই থাকেন আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না। আমি আজ আমার কাজের হিসাব দিতে আসিনি। এমপি ল্যাড ইউটিলাইজেশনে কার নাম এক নম্বরে আছে দেখে নিন। মুখ্যমন্ত্রী আমাকে খুব ভালোবাসেন। স্নেহ করেন। আমি দুই দিন আগে আমার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু উনি এখনও সেটা অ্যাকসেপ্ট করেননি। উনি অ্যাকসেপ্ট করলে আমি লোকসভার স্পিকার কে পাঠিয়ে দেবো। আমার যে অভিযোগ ছিলো সেটা আমি দিদিকে জানিয়েছি। দেখি উনি কি স্টেপ নেন। কাদের কাছ থেকে বাঁধা পেয়েছি, সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি।“
“তিনি আরও বলেন,”দলের সদস্যপদ এখনও রয়েছে। আইনত রাজনীতি থেকে সরতে গেলে যা যা করার সেটাই আমি করেছি। আমি প্রার্থী হতে চাই না।“


এদিন মিমির ইস্তফা প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “ শিল্পীরা আজ বীতশ্রদ্ধ। তৃণমূল নিজের স্বার্থে এই শিল্পীদের ব্যবহার করে। নিজেদের পাক এই শিল্পীদের গায়ে ফেলে দেয়।” বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, যারা গণতন্ত্র লুঠ করার চক্রান্ত দেখতে পারছেন না তারাই বেরিয়ে আসছেন, কেউ আগে মুখ খুলছে, কেউ পরে।”

Bengal Hour Bureau | 17:50 PM, Thu Feb 15, 2024

Lok Sabha Election 2024: লোকসভাভোটে রাজ্যের জন্য ৯২০ কোম্পানির সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর আবেদন নির্বাচন কমিশনের


চলতি বছরে এপ্রিল-মে মাস নাগাদ হতে পারে লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা ভোটকে ঘিরে কোমর বেঁধে নেমে পড়েছে সব শিবির। সবদলেরই প্রস্তুতি তুঙ্গে। এরমাঝেই নির্বাচনকে সামনে রেখে ৩ লাখ ৪০ হাজার সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, সুষ্ঠো ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতে নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে ৩ হাজার ৪০০ কোম্পানি আধাসামরিক বাহিনী বাহিনী পাঠানো হবে।

উল্লেখ্য লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ এর জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছে তাঁরা। যদিও এরাজ্যের বিরোধীদের দাবি শুধু বাহিনী মোতায়েন করলেই হবে না,বাহিনীকে সক্রিয় রাখতে হবে।


এদিন নির্বাচন কমিশনের মুখ্যআধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন, অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, উড়িষ্যা, সিকিমের মত রাজ্যগুলিতে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ, মানুষের ভীতি দূর করা, EVM মেশিনগুলোকে রক্ষা করা, ভোট কেন্দ্রে এবং স্ত্রং রুমগুলির নিরাপত্তা কঠোর করার জন্য।


জানা যাচ্ছে, বাংলার পর সবচেয়ে বেশি জম্বু- কাশ্মীরের জন্য ৩৭০ কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ৩৭০ ধারা উঠে যাওয়ার পর জম্বু- কাশ্মীরে প্রথম লোকসভা নির্বাচন হতে চলেছে। এছাড়াও, ৩৬০ কোম্পানি ছত্তিসগড়, ২৯৫ কোম্পানি বিহার, ২৫২ কোম্পানি উত্তর প্রদেশ, ২৫০ কোম্পানি অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও ঝাড়খণ্ডে, ২০০ কোম্পানি গুজরাত, মণিপুর, রাজস্থান, তামিলনাডুতে, ১৭৫ কোম্পানি উড়িষ্যায়, ১৬০ কোম্পানি আসাম ও তেলেঙ্গানা, ১৫০ কোম্পানি মহারাষ্ট্র, ১১৩ কোম্পানি মধ্যপ্রদেশ, ১০০ কোম্পানি ত্রিপুরায়, ৯৫ কোম্পানি হরিয়ানা, ৭৫ কোম্পানি অরুণাচল প্রদেশ ,৭০ কোম্পানি কর্ণাটক, উত্তরাখণ্ড ও দিল্লিতে, ৬৬ কোম্পানি কেরালা, ৫৭ কোম্পানি লাদাখ, ৫৫ কোম্পানি হিমাচল প্রদেশ, ৪৮ কোম্পানি নাগাল্যান্ড, ৪৫ কোম্পানি মেঘালয়, ১৭ কোম্পানি সিকিম, ১৫ কোম্পানি মিজোরাম, ১৪ কোম্পানি দাদরা ও নগর হাভেলি, ১২ কোম্পানি গোয়া, ১১ কোম্পানি চণ্ডীগড়, ১০ কোম্পানি পন্ডিচেরি, ৫ কোম্পানি আন্দামান ও নিকোবরে এবং ৩ কোম্পানি লাক্ষাদ্বীপের জন্য সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে এবারও প্রধানমন্ত্রী পদের জন্য তৃতীয়বারের জন্য লড়তে চলেছেন নরেন্দ্র মোদী। বিজেপির তরফে দাবি করা হচ্ছে তাঁরা একাই ৩৭০টি আসন পাবে। অপরদিকে এনডিএ(NDA) এর দাবি তাঁরা ৪০০ এর বেশি আসনে জিতবে।

Bengal Hour Bureau | 16:48 PM, Thu Feb 15, 2024

Narendra Modi vs Mamata Banerjee : কংগ্রেসকে খোঁচা দিতে মমতার চ্যালেঞ্জকে হাতিয়ার’ মোদীর

ফাটলটা প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা প্রায় সবারই জানা। জোট করলেও কংগ্রেসের কথা শুনে যে চলতে পারবেন না তাও আগে থেকেই সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সবই ঠিকঠাক চলছিল। ইন্ডিয়া জোটের সনিয়ার ও রাহুলের পাশে দেখা গিয়েছিল মমতাকে। কিন্তু, ভোট যতই এগিয়ে আসছে ততই যেন কংগ্রেসের সঙ্গে ফাটল আরও বাড়ছে। আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে প্রকাশ্যেই আক্রমণ করেছেন মমতা। লোকসভায় কংগ্রেস ৪০টা আসনও পাবে না বলে দাবি করেছেন তিনি।

Maitreyi Mukherjee | 18:11 PM, Thu Feb 08, 2024
upload
upload